কাতার বিশ্বকাপ প্লে অফের তারিখ চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৫ মে ২০২২
কাতার বিশ্বকাপ প্লে অফের তারিখ চূড়ান্ত

কাতার বিশ্বকাপে অংশ নিবে মোট ৩২ দেশ। এর মধ্যে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ২৯ দেশ। এখন বাকি রয়েছে আরও তিনটি স্পট। আর এই জন্য অনুষ্ঠিত হবে প্লে অফ। তিন প্লে অফ শেষে জানা যাবে বাকি তিন দেশের নাম।

কাতার বিশ্বকাপের বাকি থাকা তিন দেশের নাম জানা যাবে তিনটি প্লে অফ শেষে। তিন প্লে অফের একটি হলো ইউরোপিয়ান প্লে অফ। আর বাকি দুইটি আন্তমহাদেশীয় প্লে অফ। 

এই দুই আন্তমহাদেশীয় প্লে অফের তারিখ চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই ম্যাচ দুইটি আয়োজিত হবে চলতি বছরের ১৩ এবং ১৪ জুন, দোহার আহাম্মদ বিন আলি স্টেডিয়ামে।

আন্তমহাদেশীয় প্লে অফের আগে একই ভেন্যুতে ৭ জুন মাঠে নামবে এশিয়ার দুই দেশ অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। মহাদেশীয় প্লে অফের এই ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার দেশ পেরুর।

১৩ জুন অনুষ্ঠিত হবে প্রথম আন্তমহাদেশীয় প্লে অফ। এই ম্যাচের জয়ী দলই খেলবে কাতার বিশ্বকাপের মূল পর্ব। তারা খেলবে ‘ডি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স, ডেনমার্ক এবং তিউনিশিয়া।

এছাড়াও দ্বিতীয় প্লে অফে ১৪ জুন মুখোমুখি হবে কোস্টারিকা এবং নিউজিল্যান্ড। এই দুই দলের ম্যাচের জয়ী দেশ খেলবে বিশ্বকাপের ‘ই’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে স্পেন, জার্মানি এবং জাপান।

আন্তর্জাতিক প্লে অফের সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৯ টায়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সালাহ’র মুখে লেজার মেরে জরিমানার কবলে সেনেগাল

সালাহ’র মুখে লেজার মেরে জরিমানার কবলে সেনেগাল

ফুটবল বিশ্বকাপের ‘আদ্যোপান্ত’

ফুটবল বিশ্বকাপের ‘আদ্যোপান্ত’

কাতার বিশ্বকাপে ২৩.৫ মিলিয়ন টিকিটের আবেদন, আগ্রহের শীর্ষে আর্জেন্টিনার ম্যাচ

কাতার বিশ্বকাপে ২৩.৫ মিলিয়ন টিকিটের আবেদন, আগ্রহের শীর্ষে আর্জেন্টিনার ম্যাচ

ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আর খেলতে চায় না আর্জেন্টিনা

ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আর খেলতে চায় না আর্জেন্টিনা