রিয়ালের অনুপ্রেরণা ২০১৪ ফাইনাল: আনচেলত্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৪ এএম, ২৮ মে ২০২২
রিয়ালের অনুপ্রেরণা ২০১৪ ফাইনাল: আনচেলত্তি

চ্যাম্পিয়নস লিগের ফাইনালকে ঘিরে চারদিকে উত্তেজনার শেষ নেই। দর্শক, সমর্থক থেকে শুরু করে দুই দলের খেলোয়াড়রাও জড়িয়েছেন কথার লড়াইয়ে। এবার মুখ খুললেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি ফাইনাল জয়ে আত্মবিশ্বাসী। অনুপ্রেরণা হিসেবে দেখছেন ২০১৪ সালের ফাইনালের জয়কে।

২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই লিভারপুলকে হারিয়েই শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেটা ছিল রিয়ালের ইতিহাসে ১০ম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এখন পর্যন্ত মোট ১৩টি ইউরোপিয়ান শিরোপার স্বাদ পেয়েছে মাদ্রিদের রাজারা। অপেক্ষা আরেকটি শিরোপা জয়ের।

লিভারপুলের বিপক্ষে প্যারিসের ফাইনালে অভিজ্ঞ সব খেলোয়াড়রাই থাকছেন রিয়াল একাদশে। যেটা আনচেলত্তির জন্য বেশ স্বস্তিদায়ক। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের কোনো চাপ নেই। এইবার ম্যাচের আগে স্নায়ুচাপে ভুগছি না। যদিও পরে আসতে পারে।’

‘ফাইনালে পৌঁছানো ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমাদের খুব ভালো একটি মৌসুম ছিল এবং আমরা শান্ত বোধ করছি। এই খেলোয়াড়রা (অভিজ্ঞ) এই ধরণের ম্যাচে খুব ভালো খেলে। আমি মনে করি অভিজ্ঞ খেলোয়াড়রা তরুণ খেলোয়াড়দের সাহায্য করতে পারে।’ - তিনি যোগ করেন।

এর আগে একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরেছিলেন আনচেলত্তি। তখন তিনি এসি মিলানের কোচ ছিলেন এবং ফাইনালে প্রতিপক্ষ ছিল লিভারপুল। সেই স্মৃতি মনে করে আনচেলত্তি বলেন, ‘আগের ফাইনালের কথা মনে আছে। ২০০৫ সালে আমরা সেরা খেলেও হেরেছিলাম।’

কোনো ম্যাচ হার মানেই যে খারাপ ফুটবল খেলা, সেটা মানতে নারাজ রিয়াল বস। তিনি বলেন, ‘আমি নিশ্চয়ই খেলোয়াড়দের খারাপ খেলতে বলবো না। খেলায় যে কোনো কিছু ঘটতে পারে। ভালো খেলে জেতার ভালো সুযোগ আছে কিন্তু আপনি ফুটবলে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

২০১৪ সালের ফাইনালে রিয়াল মাদ্রিদের কয়েকটি ইনজুরির সমস্যা ছিল। এইবার তাদের পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে তারা। আনচেলত্তি বলেন, ‘২০১৪ সালে আমাদের কিছু ইনজুরির সমস্যা ছিল। তাও তখন জিতেছি। তাই এইবার চোটের উদ্বেগ না থাকাটাই ভালো।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

লিভারপুল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন সালাহ, দৃষ্টিতে ট্রফি

লিভারপুল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন সালাহ, দৃষ্টিতে ট্রফি

রিয়ালের মাঝ মাঠের কাছেই হারবে লিভারপুল: গ্যারি নেভিল

রিয়ালের মাঝ মাঠের কাছেই হারবে লিভারপুল: গ্যারি নেভিল

প্রতিশোধ বলতে সালাহ আসলে 'ওটা' বোঝায়নি!

প্রতিশোধ বলতে সালাহ আসলে 'ওটা' বোঝায়নি!

ডাবল হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন আলভারেজ

ডাবল হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন আলভারেজ