পগবাকে দলে ভেড়াতে আত্মবিশ্বাসী জুভেন্টাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০১ জুন ২০২২
পগবাকে দলে ভেড়াতে আত্মবিশ্বাসী জুভেন্টাস

ম্যানচেস্টার ইউনাইটেডে পল পগবার অধ্যায়টা অবশেষে শেষ হতে যাচ্ছে। পগবার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। সেই গুঞ্জনই এবার সত্যি হলো। ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে পগবা ওল্ড ট্রাফোর্ড ছেড়ে যাচ্ছেন। ফলে পুরোনো সৈনিককে ঢেরায় ফেরাতে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

২০১৬ সালে জুভেন্টাস ছেড়ে ইউনাইটেডে পাড়ি জমিয়েছিলেন পগবা। তবে দ্বিতীয় মেয়াদে ইউনাইটেড অধ্যায়টা খুব একটা সুখকর হলো না ফরাসি তারকার। ছয় বছরে মাঠের পারফর্মেন্সের চেয়ে মাঠের বাইরের আলোচনায় তাকে বেশি পাওয়া গেছে।

কোচের সাথে বনিবনা না হওয়া, একের পর এক ইনজুরিতে কখনোই খুব একটা স্বস্তিতে ছিলেন না পগবা। এই মেয়াদে রেড ডেবিলদের হয়ে ১৫৪ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। যেখানে পগবার নামের পাশে ২৯টি গোল রয়েছে। এর আগে প্রথম দফায় ২০১১-১২ মৌসুমে ইউনাইটেডের জার্সি গায়ে মাত্র তিন ম্যাচ খেলেছিলেন ফরাসি মিডফিল্ডার।

ইউনাইটেডে দ্বিতীয় অধ্যায় শেষ করে জুভেন্টাসে দ্বিতীয় অধ্যায় শুরু করতে পারেন পগবা। ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত জুভদের হয়ে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন চুলের রঙ পাল্টাতে সিদ্ধ্বহস্ত এই ফুটবলার।

জুভেন্টাসের জার্সি গায়ে ১২৪ ম্যাচে ২৮ গোল রয়েছে পগবার। এছাড়া ২০১৫ সালে জুভেন্টাসে থাকাকালীন উয়েফার বর্ষসেরা দলেও জায়গা পেয়েছিলেন তিনি। এরপরই জুভেন্টাস পগবাকে ৮৯ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিক্রি কর দেয়।

তবে ম্যানচেস্টারে জুভেন্টাসের ফর্ম টেনে নিয়ে যেতে পারেননি পগবা। ছয় বছরের হতাশাজনক অধ্যায় অবশেষে শেষ হতে চলেছে। ফুটবল বিষয়ক একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, পগবাকে ফিরিয়ে নিতে আশাবাদী জুভেন্টাস।

চলতি বছরের জুনে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে পগবার চুক্তির মেয়াদ শেষ হবে। এরপরই ফ্রি-ট্রান্সফারে জুভেন্টাসে পাড়ি জমাতে পারেন তিনি।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

আলফিও বেসিল: ম্যারাডোনা ও মেসির কোচ

আলফিও বেসিল: ম্যারাডোনা ও মেসির কোচ

পরিসংখ্যানে এগিয়ে ইতালি, সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা

পরিসংখ্যানে এগিয়ে ইতালি, সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা

বার্সেলোনাতেই থাকতে চান ফ্রাংকি ডি ইয়ং

বার্সেলোনাতেই থাকতে চান ফ্রাংকি ডি ইয়ং

শিরোপাটা নিয়ে বাড়ি ফিরতে চাই: বোনুচ্চি

শিরোপাটা নিয়ে বাড়ি ফিরতে চাই: বোনুচ্চি