ঘরের মাঠে এমন হারের প্রয়োজন ছিল: বেলজিয়াম কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০৪ জুন ২০২২
ঘরের মাঠে এমন হারের প্রয়োজন ছিল: বেলজিয়াম কোচ

ঘরের মাঠে বড় হার দিয়ে নেশনস লিগ শুরু করেছে বেলজিয়াম। নেদারল্যান্ডসের বিপক্ষে ১-৪ গোলের ব্যবধানে বিধ্বস্ত হতে হয়েছে রবার্তো মার্টিনেজের দলকে। তবে বেলজিয়ামের জন্য এমন হার প্রয়োজন ছিল বলে মনে করেন কোচ রবার্তো মার্টিনেজ।

২০১৬ সালে বেজলিয়াম দলের কোচের দায়িত্ব পেয়েছিলেন মার্টিনেজ। তার অধীনে ছয় বছরে ঘরের মাঠে প্রথমবার কোনো ম্যাচে হারলো বেলজিয়াম। শুধু হার নয়, প্রতিপক্ষের কাছে স্রেফ গোলবন্যায় ভেসে গেছে দলটি। এর আগে ২০১৬ সালে কোচ হিসেবে প্রথম ম্যাচে ঘরের মাঠে স্পেনের বিপক্ষে হেরেছিলেন মার্টিনেজ। 

তবে হারলেও সেটা ভালোর জন্য হয়েছে বলে মনে করেন মার্টিনেজ। বলেন, “বিশ্বকাপ প্রস্ততির জন্য এমন হারের দরকার ছিল। এটা কষ্টদায়ক ফলাফল কিন্তু পরিষ্কার যে আমাদের উন্নতির জন্য কাজ করতে হবে।”

বিশ্বকাপের মাত্র চার মাস আগে এমন হার নিশ্চয়ই চিন্তার কারণ হবে বেলজিয়াম কোচের জন্য। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে এমন হারকে পজিটিভ ভাবেই নিচ্ছেন তিনি। বলছেন, এই হারে বিশ্বকাপের আগে তাদের উন্নতির জায়গা নিয়ে কাজ করতে সুবিধা হবে।

মার্টিনেজ বলেন, “নভেম্বরের আগে বিশ্বকাপ শুরু হচ্ছে না, তবে জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের হাতে মাত্র ১৭ দিন আছে। আমাদের কী বিষয়ে কী কাজ দরকার, এখন সেটা পরিষ্কার হয়ে গেছে। আমরা ভালোভাবে শুরু করেছি এবং উন্নতির জায়গা খুঁজে পেয়েছি।”

শুক্রবার ( ৩ জুন) ব্রাসেলসে ডাচদের বিপক্ষে নেশনস লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বেলজিয়াম। ম্যাচ শুরুর ২০ মিনিটের মাথায় চোটে পড়ে মাঠে ছেড়েছেন রোমেলু লুকাকু। পুরো ম্যাচে বেলজিয়ামের উপর ছড়ি ঘুরিয়েছেন ডাচ ফুটবলাররা। শেষ পর্যন্ত ১-৪ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ফিফা র‍্যাংকিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামকে।

বেলজিয়ামকে গোলবন্যায় ভাসালো নেদারল্যান্ডস

২০১৮ বিশ্বকাপের পর টানা তিন বছর ফিফা র‍্যাংকিংয়ে এক নম্বরে ছিল বেলজিয়াম। চলতি বছর ব্রাজিলের কাছে হারাতে হয়েছে শীর্ষস্থান। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

সেনেগালের মানুষ না চাওয়ায় লিভারপুল ছাড়বেন মানে!

সেনেগালের মানুষ না চাওয়ায় লিভারপুল ছাড়বেন মানে!

‘ইউরো চ্যাম্পিয়নদের বিশ্বকাপে না থাকাটা লজ্জাজনক’

‘ইউরো চ্যাম্পিয়নদের বিশ্বকাপে না থাকাটা লজ্জাজনক’

বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ডেনমার্কের চমক

বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ডেনমার্কের চমক

আন্দ্রে সিলভা যেটা পারে, সেটা রোনালদো পারতো না: পর্তুগাল কোচ

আন্দ্রে সিলভা যেটা পারে, সেটা রোনালদো পারতো না: পর্তুগাল কোচ