চেলসিতে ফেরাটা ভুল ছিল: লুকাকু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৫ জুলাই ২০২২
চেলসিতে ফেরাটা ভুল ছিল: লুকাকু

চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান হয়েছিল রোমেলু লুকাকুর নতুন ঠিকানা। সেখানে দুই মৌসুম কাটিয়ে আবারও ফিরেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে। সেখানে নিজের ছায়াতেই নিজেকে হারিয়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত আবারো ফিরেছেন ইন্টার মিলানে। সেখানে ফিরেই লুকাকু জানালেন, চেলসিতে ফেরাটা তার জন্য ভুল সিদ্ধান্ত ছিল।

২০১৯-২০ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইন্টার মিলানে যোগ দিয়েছিলেন। দুই মৌসুমে দলটির হয়ে ৯৫ ম্যাচে করেছিলেন ৬৪ গোল। এমনকি ২০২০-২১ মৌসুমে ইন্টারের সিরি ‘এ’ জয়ে তার বড় ভূমিকা ছিল।

এরপরেই আবারো চেলসির নজরে পড়েন লুকাকু। তবে নিজেকে প্রমাণ করতে না পারার ব্যর্থতা নিয়ে ফিরেছেন ইন্টার মিলানে। ফিরেই জানালেন, চেলসিতে যাওয়াটা ছিল তার জন্য ভুল সিদ্ধান্ত।

তিনি বলেন, “আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই মৌসুম। (ইন্টার মিলান ছেড়ে) আমি চলে গিয়েছিলাম; এটা ভুল সিদ্ধান্ত ছিল।”

তিনি আরও বলেন, “আমরা লকার রুমে এবং মাঠে যা করি, প্রত্যেকের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা আসলেই ঐক্যবদ্ধ আছি কি-না, সেটা স্পষ্ট হওয়াটাও জরুরি।”

ইন্টারে ফিরেই দলটিতে নিজেকে প্রমাণে মরিয়া সেই কথাটাও মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, “ক্যারিয়ারে আরও উঁচু পর্যায়ে খেলার সুযোগ ইন্টার আমাকে দিয়েছে। এই জার্সি পরতে পেরে আমি সত্যিই খুশি। আমরা আশা করি, আগের বছরগুলোর মতো অগ্রগতি ধরে রাখতে পারব। যদি আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ভিদালের নতুন ঠিকানা ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গো

ভিদালের নতুন ঠিকানা ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গো

ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু

ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু

ব্যয়বহুল ট্রান্সফার: ব্যর্থ দশ ফুটবলার

ব্যয়বহুল ট্রান্সফার: ব্যর্থ দশ ফুটবলার

ইভান পেরিসিককে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম

ইভান পেরিসিককে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম