গাম্পার ট্রফিতে এবার মরিনহোর রোমার বিপক্ষে খেলবে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৬ জুন ২০২২
গাম্পার ট্রফিতে এবার মরিনহোর রোমার বিপক্ষে খেলবে বার্সেলোনা

ঐতিহাসিক হুয়ান গাম্পার ট্রফির ৫৭তম আসরে ইতালিয়ান ক্লাব রোমাকে আতিথেয়তা দিবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এই ম্যাচ দিয়ে ন্যূ ক্যাম্পের ডাগ আউটে ফিরছেন রোমা বস জোসে মরিনহো।

প্রত্যেক নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও খেলোয়াড় হুয়ান গাম্পারের নামানুসারে এই ম্যাচের আয়োজন করে থাকে বার্সেলোনা। আগামী ৬ আগস্ট ন্যূ ক্যাম্পে বার্সেলোনা পুরুষ ও নারী দল এই ম্যাচে মাঠে নামবে।

১৯৬৬ সালে প্রথম জোয়ান গাম্পার ট্রফির আয়োজন করা হয়। ১৯৯৬ সাল পর্যন্ত চার দল অংশ নিতো, ১৯০৭ সাল থেকে দুই দল নিয়েই আয়োজন করা হয়। এখন পর্যন্ত ৫৬ আসরে ৪৪টিতেই শিরোপা জিতেছে বার্সেলোনা। দুইবার শিরোপা গেছে জার্মান ক্লাব এফসি কলিনের ঘরে।

এছাড়া একবার ঘরে শিরোপা জিতেছে হাঙ্গেরিয়ান ক্লাব আপসেট ফুটবল ক্লাব, জার্মান ক্লাব বরুশিয়া মনচেনগ্লাডবাখ, ব্রাজিলিয়ান ক্লাব স্পোর্টস ইন্টারন্যাশন্যাল, পর্তুগিজ ক্লাব পোর্তো, বেলজিয়ান ক্লাব মেচেলেন, স্প্যানিশ ক্লাব টেনেরিফ, ভ্যালেন্সিয়া, ইতালিয়ান ক্লাব জুভেন্টাস, সামপোর্ডিয়া ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।

মেম্ফিসকে বিক্রি করার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বার্সেলোনা

হুয়ান গাম্পার ট্রফিতে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে ইতালিয়ান ক্লাব রোমা। এর আগে ২০১৫ সালে প্রথমবার এই ম্যাচে মাঠে নেমেছিল তারা। সে ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরেছিল দলটি। 

পর্তুগিজ বস জোসে মরিনহোর অধীনে নিজেদের সেরা সময়ে ফেরা লক্ষ্যে বদ্ধ পরিকর রোমা। ইতিমধ্যে উয়েফা কনফারেন্স লিগ জিতে দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়েছে ক্লাবটি।

বার্সেলোনার অবশ্য রোমার সাথে শেষ দেখাটা খুব একটা সুখকর নয়। ২০১৮ চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে রোমার বিপক্ষে অপ্রতাশিত হারে বিদায় নিয়েছিল কাতালান ক্লাবটি।

প্রাক-মৌসুমে প্রস্ততিতে রোমা ছাড়াও রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ক্লাবগুলোর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। চলতি বছরের ৮ থেকে ১২ আগস্টের মধ্যে লা-লিগার ২০২২-২৩ মৌসুম শুরু হতে পারে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজি-সিটির ‘খরচের লাগাম’ টানতে উয়েফার দ্বারস্ত লা লিগা

পিএসজি-সিটির ‘খরচের লাগাম’ টানতে উয়েফার দ্বারস্ত লা লিগা

‘৫০০ মিলিয়ন ইউরো পেলেই ঘুরে দাঁড়াবে বার্সেলোনা’

‘৫০০ মিলিয়ন ইউরো পেলেই ঘুরে দাঁড়াবে বার্সেলোনা’

বেতন নিয়ে বনিবনা হচ্ছে না দেম্বেলের, বার্সেলোনা ছাড়া প্রায় নিশ্চিত

বেতন নিয়ে বনিবনা হচ্ছে না দেম্বেলের, বার্সেলোনা ছাড়া প্রায় নিশ্চিত

৮ বছর পর টেস্ট স্কোয়াডে এনামুল হক বিজয়

৮ বছর পর টেস্ট স্কোয়াডে এনামুল হক বিজয়