গাল্টিয়ের নিয়োগকে ভিত্তিহীন বলছে পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৭ পিএম, ২১ জুন ২০২২
গাল্টিয়ের নিয়োগকে ভিত্তিহীন বলছে পিএসজি

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন পিএসজির কোচের পদ থেকে বরখাস্ত হবেন মারিসিও পচেত্তিনো। তার জায়গায় কে আসবেন তা নিয়ে রয়েছে নানা মত। একবার জিনেদিন জিদানের নাম শোনা গেলেও এখন ক্রিস্টোফি গ্যাল্টিয়ারকে নিয়ে আসছে এমন গুঞ্জন উঠেছে। তবে পিএসজি জানিয়েছে, এখনও এই নিয়ে কোনো আলোচনা হয়নি।

রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে এখন বেকার আছেন জিনেদিন জিদান। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন পিএসজির দায়িত্ব নিবেন। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে পিএসজি ও জিদান দুই পক্ষই।

এই গুঞ্জন উড়িয়ে দেওয়ার পরই ইউরোপিয়ান বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ফরাসি ক্লাব নিসকে কিছু ফুটবলার ধার দিয়ে তাদের কোচ গ্যাল্টিয়েরকে নিজেদের ডেরায় চায় পিএসজি। এই খবর প্রকাশের পর পরই পিএসজির এক কর্মকর্তা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি জানিয়েছেন, অনেকজনের সাথেই কথা হচ্ছে। তবে এতে ক্রিস্টোফি গ্যাল্টিয়ারের নাম নেই।

এদিকে কিলিয়ান এমবাপের সাথে চুক্তি নবায়নের পর পিএসজির নতুন ক্রীড়া পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লুইস কাম্পোস। পিএসজিতে গ্যাল্টিয়ার যোগ দিলে আবারও জুটি বাধার সুযোগ পাবেন কাম্পোস ও গ্যাল্টিয়ার।

চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে লিগ ওয়ানের ২০২২-২৩ মৌসুম। প্রাক মৌসুম প্রস্তুতিতে নামবে চলতি বছরের জুলাইয়ে। এর আগেই নতুন কোচ নিয়োগের ব্যাপারে আশাবাদী পিএসজি কর্তৃপক্ষ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 


শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবলার ধার দিয়ে নিসের কোচ গাল্টিয়ারকে চায় পিএসজি

ফুটবলার ধার দিয়ে নিসের কোচ গাল্টিয়ারকে চায় পিএসজি

পিএসজি গুঞ্জনের মধ্যে জিদানের কোচিং চালিয়ে যাওয়ার ঘোষণা

পিএসজি গুঞ্জনের মধ্যে জিদানের কোচিং চালিয়ে যাওয়ার ঘোষণা

পিএসজি-এমাবপের চুক্তি বাতিল চেয়ে উয়েফার দ্বারস্ত লা লিগা

পিএসজি-এমাবপের চুক্তি বাতিল চেয়ে উয়েফার দ্বারস্ত লা লিগা

‘মেসি অসাধারণ খেলোয়াড়, তবে ম্যারাডোনার মতো নেতা নন’

‘মেসি অসাধারণ খেলোয়াড়, তবে ম্যারাডোনার মতো নেতা নন’