পিএসজি-এমাবপের চুক্তি বাতিল চেয়ে উয়েফার দ্বারস্ত লা লিগা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৮ জুন ২০২২
পিএসজি-এমাবপের চুক্তি বাতিল চেয়ে উয়েফার দ্বারস্ত লা লিগা

সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইন থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেননি ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। বড় অঙ্কের চুক্তির বিনিময়ে বর্তমানে ক্লাবেই তিনি থেকে গেছেন। এই চুক্তির পরই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও পিএসজির বিপক্ষে ফাইন্যানসিয়াল ফেয়ায় প্লে নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছে লা লিগা কর্তৃপক্ষ। সেই অভিযোগে এমবাপে-পিএসজির মধ্যকার নতুন চুক্তি বাতিল চেয়েছে লা লিগা।

উয়েফায় জানানোই অভিযোগে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, এমবাপেকে নিজেদের কাছে রাখতে অতিরিক্ত অর্থ খরচ করছে পিএসজি। এমনকি সেই অর্থ কোথা থেকে আসছে সেই বিষয়েও নেই সঠিক কোনো তথ্য।

লা লিগার মতে, দল-বদলে পিএসজির এইভাবে অর্থ খরচের বিষয়টি ফুটবলের পরিবেশ নষ্ট করছে। ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্পের চেয়েও ভয়ংকর হয়ে উঠছে।

এছাড়াও লা লিগার সভাপতি জ্যাভিয়ের তেবাসের মতে উয়েফার পদে বসে সাংঘর্ষিক কাজ করছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। ক্লাব সামলিয়ে তার এই পদে থাকা উচিত নয় বলেও মত তার।

পিএসজি কিংবা ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফেয়ার প্লে নিয়ম ভাঙার ঘটনা নতুন কিছু নয়। এর আগে দুইবার ক্লাব দু’টি আর্থিক বৈষম্যের নিয়ম ভেঙে জরিমানার কবলে পড়েছিল।

পিএসজি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে উয়েফার পাশাপাশি আদালতে যাওয়ার পরিকল্পনাও করছে লা লিগা কর্তৃপক্ষ। এই কারণে ফ্রান্স ও সুইজারল্যান্ডে বিভিন্ন আইনি পরামর্শদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছে। 

অনেকের ধারণা, এমবাপেকে নিজেদের ডেরায় ভেড়াতে না পারায় লা লিগাকে দিয়ে এই কাজ করাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে বিষয়টি ফুটবলের স্বার্থেই করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন লা লিগা সভাপতি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অসাদাচরণে নিষিদ্ধ হলেন পিএসজি পরিচালক লিওনার্দো

অসাদাচরণে নিষিদ্ধ হলেন পিএসজি পরিচালক লিওনার্দো

জিদানকে নিয়ে সিদ্ধান্তহীনতায় পিএসজির ‘অন্দরমহল’

জিদানকে নিয়ে সিদ্ধান্তহীনতায় পিএসজির ‘অন্দরমহল’

পিএসজি-সিটির ‘খরচের লাগাম’ টানতে উয়েফার দ্বারস্ত লা লিগা

পিএসজি-সিটির ‘খরচের লাগাম’ টানতে উয়েফার দ্বারস্ত লা লিগা

এমবাপে বেঈমানি করেনি: রিয়াল সভাপতি

এমবাপে বেঈমানি করেনি: রিয়াল সভাপতি