নতুন মৌসুমের আগে ভাঙলো পিএসজি-পচেত্তিনো জুটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৫ জুলাই ২০২২
নতুন মৌসুমের আগে ভাঙলো পিএসজি-পচেত্তিনো জুটি

নতুন মৌসুমে ফরাসি ক্লাব পিএসজিতে মারিসিও পচেত্তিনো থাকবেন না বিষয়টি আগে থেকেই নিশ্চিত ছিল। গুঞ্জন থাকলেও সেই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত তাকে ছাটাই করার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। এতেই ভেঙেছে পিএসজি-পচেত্তিনো জুটির ১৮ মাসের পথচলা।

মঙ্গলবার (৫ জুলাই) পচেত্তিনোকে ছাটাই করার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। তার বদলি হিসেবে কে দলের দায়িত্ব নিবেন সেই বিষয়ে ক্লাবটি কিছুই জানায়নি। 

২০২১ সালের জানুয়ারিতে ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে বরখাস্ত হয়ে পিএসজির দায়িত্ব নেন পচেত্তিনো। তার অধীনে ২০২০ ফরাসি সুপার লিগ জেতে। পরের মৌসুমে ফরাসি ও লিগ শিরোপা জেতে ফ্রান্সের ক্লাবটি।

ঘরোয়া লিগে দোর্দণ্ড প্রতাপের সাথে খেললেও চ্যাম্পিয়নস লিগ রীতিমতো নিজেদের হারিয়ে খুজেছে ফরাসি ক্লাবটি। ২০২০ চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল থেকে বাদ পড়ে ক্লাবটি। পরের মৌসুমে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পরে তারা।

মূলত চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতার পরেই গুঞ্জন উঠেছিল পিএসজি পর্ব শেষ হতে পারে। মৌসুমের মাঝপথে তাকে ছাটাই না করলেও নতুন মৌসুম শুরুর আগে নতুন কোচের অধীনে শুরু করবে পচেত্তিনো।

ধারণা করা হচ্ছে লিগ ওয়ানের দল নিসের সাবেক কোচ ক্রিস্তফ গালতিয়ের পিএসজির হাল ধরতে পারেন বলে খবর এসেছে গণমাধ্যমে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

‘স্বয়ংক্রিয়ভাবে’ বাড়লো  নেইমারের চুক্তির মেয়াদ

‘স্বয়ংক্রিয়ভাবে’ বাড়লো নেইমারের চুক্তির মেয়াদ

চেলসিতে যাবেন নেইমার, আশায় আছেন সিলভা

চেলসিতে যাবেন নেইমার, আশায় আছেন সিলভা

পিএসজি ছাড়তে ক্ষতিপূরণের পুরো টাকাই চান পচেত্তিনো

পিএসজি ছাড়তে ক্ষতিপূরণের পুরো টাকাই চান পচেত্তিনো

কোচ তেভেজের চোখ ডি মারিয়ার দিকে

কোচ তেভেজের চোখ ডি মারিয়ার দিকে