দল-বদলে আর কাউকে দলে ভেড়াতে আগ্রহী নয় রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২৪ জুলাই ২০২২
দল-বদলে আর কাউকে দলে ভেড়াতে আগ্রহী নয় রিয়াল মাদ্রিদ

২০২১-২২ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন মার্সেলো, ইসকো ও লুকা জোভিকের মতো তারকা ফুটবলাররা। তাদের বদলি হিসেবে অ্যান্তেনিও রুডিগার কিংবা চৌমেনি ছাড়া বলার মতো সাইনিং নেই রিয়াল মাদ্রিদের। এরপরেও আসন্ন ২০২২-২৩ মৌসুমের আগে নতুন কোনো সাইনিং করাতে রাজি নন রিয়াল বস কার্লো আনচেলত্তি। বিষয়টি নিজেই জানিয়েছেন এই ইতালিয়ান।

দল-বদল মৌসুম শুরুর আগে কিলিয়ান এমবাপেকে দলে নিতে খুব বেশি আগ্রহী থাকলেও শেষ পর্যন্ত তাকে দলে ভেড়ানোর হয় রিয়াল মাদ্রিদের। এমনকি মাদ্রিদিস্তারা নতুন কোনো ফুটবলারের প্রতি আগ্রহও দেখায়নি।

এর মধ্যেও চেলসি থেকে ফ্রি ট্রান্সফারে অ্যান্তেনিও রুডিগারকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর ফরাসি ক্লাব লিও থেকে এসেছেন চৌমেনি।

অপরদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা একের পর নতুন ফুটবলার দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিলেও রিয়াল মাদ্রিদ দল-বদলের বাজারে নিশ্চুপ। এমনকি নতুন কোনো ফুটবলারকে দলে নেওয়ার কোনো পরিকল্পনাও বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রিয়াল বস আনচেলত্তি।

এই বিষয়ে ইতালিয়ান মাস্টারমাইন্ড বলেন, “স্কোয়াড পূর্ণ হয়েছে। এটা আগের থেকে বেশ ভালো অবস্থায় আছে। দলে ২৭জন ফুটবলার আছে। তাদেরকে কোচিং করানোটা কষ্টসাধ্য ব্যাপার। যারা আছে, তারা প্রতিভাবান তাদেরকে শেখাতে খুব বেশি কষ্ট হবে না।”

রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তির এই বিশাল বহর থেকে বাদ পড়তে পারেন আরও দুই ফুটবলার। ইতিমধ্যেই দল ছাড়ার প্রক্রিয়া শুরু করেছেন দানি ক্যাবালোস এবং মার্কো অ্যাসেনসিও। বিষয়টি নিজেই এই আনচেলত্তি।

বিদায় বেলায় অবশ্য এই দুইজন শুনেছেন গুরু আনচেলত্তির প্রশংসা। তাদের প্রশংসা করে কোচ আনচেলত্তি বলেন, “তারা দারুণ ফুটবলার। দলে অনেক বেশি প্রতিদ্বন্দ্বীতা আছে। তাদের সুযোগ পাওয়াটা বেশ কঠিন হবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

দল আগের মৌসুমের চেয়ে ভালো অবস্থায় আছে: আনচেলত্তি

দল আগের মৌসুমের চেয়ে ভালো অবস্থায় আছে: আনচেলত্তি

রিয়ালে আরও ছয় বছর থাকছেন মিলিতাও

রিয়ালে আরও ছয় বছর থাকছেন মিলিতাও

রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা সেরা দল: রাফিনহা

রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা সেরা দল: রাফিনহা

রিয়ালে রামোসের অভাব বোধ করছেন মদ্রিচ

রিয়ালে রামোসের অভাব বোধ করছেন মদ্রিচ