প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ম্যানসিটিকে এগিয়ে রাখছেন গার্দিওয়ালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০১ আগস্ট ২০২২
প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ম্যানসিটিকে এগিয়ে রাখছেন গার্দিওয়ালা

২০২১-২২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। শেষ রাউন্ড পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে শিরোপা জেতা সিটিজেনদেরকেই ২০২২-২৩ মৌসুমের সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে এগিয়ে রেখেছেন কোচ পেপ গার্দিওয়ালা। তার বিশ্বাস এবার বেশ আগেই শিরোপা নিশ্চিত করতে পারবে দলটি।

ইংলিশ ফুটবল মৌসুমের সূচনা হয় কমিউনিটি শিল্ড টুর্নামেন্ট দিয়ে। এই ম্যাচে লিভারপুলের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। অলরেডদের বিপক্ষে এই ম্যাচ হারের পর সিটিজেন বস গার্দিওয়ালা মোটেও চিন্তিত নন, বরং শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

বিষয়টি নিয়ে তিনি বলেন, “আত্মবিশ্বাসী না হওয়ার কোনো কারণ নেই। সর্বশেষ মৌসুমে আমরা ইংল্যান্ড ও ইউরোপে আমরা দারুণ খেলেছি।”

সর্বশেষ মৌসুমের পারফর্মেন্সের কারণে নিজেদেরকে এগিয়ে রাখতে একটু দ্বিধা করছেন না তিনি। এই বিষয়ে বলেন, “আমি জানি না পরবর্তী মৌসুমে কি হবে। তবে আমার মধ্যে কোনো সন্দেহ নেই, আমরা ভালো করবো না।”

কমিউনিটি শিল্ডে লিভারপুলের বিপক্ষে হারলেও ম্যাচ নিয়ে পারফর্মেন্স নিয়ে খুশি গার্দিওয়ালা। এই বিষয়ে বলেন, “কয়েকদিন আগে আমরা বায়ার্নে সাথে খেলেছি। এখন লিভারপুলের সাথে খেললাম। দুই ম্যাচেই ছেলেরা ভালো করেছে। আমার মনে হয় না, আমরা খারাপ অবস্থায় আছি।”

রোববার (৭ আগস্ট) ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের যাত্রা শুরু কবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওইদিন প্রতিপক্ষের মাঠে খেলবে সিটিজেনরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

গোল না করলেও নুনেসের পারফর্মেন্স ছিল দুর্দান্ত: ক্লপ

গোল না করলেও নুনেসের পারফর্মেন্স ছিল দুর্দান্ত: ক্লপ

সিটিকে হারিয়ে ১৬ বছর পর লিভারপুলের ঘরে শিরোপা

সিটিকে হারিয়ে ১৬ বছর পর লিভারপুলের ঘরে শিরোপা

ম্যানসিটি-মাহরেজ, চুক্তির মেয়াদ বাড়লো দুই বছর

ম্যানসিটি-মাহরেজ, চুক্তির মেয়াদ বাড়লো দুই বছর

ম্যানসিটির নতুন ‘নম্বর নাইন’ হল্যান্ড

ম্যানসিটির নতুন ‘নম্বর নাইন’ হল্যান্ড