নাইট পার্টিতে যাওয়া বন্ধ হলো মেসি-নেইমার-এমবাপেদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৭ এএম, ০৫ আগস্ট ২০২২
নাইট পার্টিতে যাওয়া বন্ধ হলো মেসি-নেইমার-এমবাপেদের

চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতায় কোচ বদলে নতুন কোচ এনেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নতুন কোচ ক্রিস্টোফার গ্যাল্টিয়েরের অধীনে নতুন করে শুরু করতে চায় ক্লাবটি। কোচ হিসেবে খেলোয়াড়দের মাঠ ও মাঠের বাইরে শৃঙ্খলা নিয়ে বিধিনিষেধ আরোপ শুরু করেছেন তিনি। এই যেমন, মেসি-নেইমার-এমবাপেদের নাইট ক্লাবে যাওয়া নিষিদ্ধ করলেন তিনি। 

শেষ এক/দেড় বছর ধরেই পিএসজিতে নেইমারের জীবনযাপন নিয়ে আলোচনা হচ্ছে প্রতিনিয়ত। ব্রাজিলিয়ান সুপাস্টারের মাঠের বাইরের জীবনযাপন নিয়ে পিএসজির নীতীনির্ধাকরা খুবই অখুশি, এমনকি শোনা গেছে ক্লাবটির ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপেও এ নিয়ে অসন্তষ্টি প্রকাশ করেছেন। 

শুধু নেইমার নয়, কেউই যেন আর রাতে নাইটে ক্লাবে যেতে না পারে সেই ব্যবস্থা করেছেন পিএসজির নতুন বস গ্যাল্টিয়ের। এমনকি প্যারিসের সমস্ত নাইটক্লাবের সঙ্গেও যোগাযোগ করেছেন তিনি, কোনো পিএসজি খেলোয়াড়কে নাইট ক্লাবে দেখা গেলে সঙ্গে সঙ্গে যেন ক্লাবে জানানো হয় সেটাও নিশ্চিত করেছেন তিনি। 

পিএসজির নতুন ফুটবল পরামর্শক ও কোচ মিলে চেষ্টা করছেন পিএসজির অন্দরমহলে শৃঙ্খলা ফিরিয়ে আনার। তাদের আরোপিত নতুন নিয়মে খাওয়ার সময় কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। সকাল ও দুপুরের খাবার খেতে হবে সতীর্থদের সঙ্গে। 

বার্সেলোনাকে হতাশ করে চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করলেন আজপিলিকুয়েটা

যেসব খেলোয়াড়রা এইসব নিয়ম মানতে চায় না, তারা যে কোনো সময় ক্লাব ছেড়ে চলে যেতে পারে বলেও জানিয়ে দিয়েছে। এমনকি যদি কেউ নিয়ম ভাঙে সেক্ষেত্রেও সর্বোচ্চ শাস্তি হিসেবে ক্লাব থেকে বিদায়ের ঘণ্টা বেজে যেতে পারে। 

কাড়ি কাড়ি টাকা খরচ করে, বিশ্বের তাবড় তাবড় খেলোয়াড় দলে ভিড়িয়েও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে পারছে না ফরাসি ক্লাবটি। নতুন কোচের অধীনে নতুন নিয়মে এবার যেভাবেই হোক ইউরোপের সর্বোচ্চ ক্লাব ফুটবল টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলতে চায় তারা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের হয়ে খেলতে চান মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাত

বাংলাদেশের হয়ে খেলতে চান মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাত

বিশ্বকাপের আয় চ্যারিটি সংস্থায় দান করবেন আলফানসো ডেভিস

বিশ্বকাপের আয় চ্যারিটি সংস্থায় দান করবেন আলফানসো ডেভিস

বার্সেলোনা ছেড়ে মার্কিন ক্লাব এলএ গ্যালাক্সিতে রিকি পুইগ

বার্সেলোনা ছেড়ে মার্কিন ক্লাব এলএ গ্যালাক্সিতে রিকি পুইগ

আরও পাঁচ বছর লিভারপুলে থাকবেন জটা

আরও পাঁচ বছর লিভারপুলে থাকবেন জটা