হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে লিভারপুলের থিয়াগো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ এএম, ০৯ আগস্ট ২০২২
হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে লিভারপুলের থিয়াগো

আবারও ইনজুরিতে পড়েছেন লিভারপুলের স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকানতারা। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া থিয়াগো কবে নাগাদ মাঠে ফিরবেন সে বিষয়ে নিশ্চিত করে কোনো খবর পাওয়া যায়নি। তবে চলতি মাসে লিভারপুলের জার্সিতে তার মাঠে ফেরার সম্ভাবনা কম। 

শনিবার (৭ আগস্ট) ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) প্রথম ম্যাচ ফুলহ্যামের বিপক্ষে মাঠে নেমেছিল লিভারপুল। ২-২ গোলে ড্র করা ম্যাচে মাত্র ৫১ মিনিট মাঠে থাকতে পেরেছেন থিয়াগো। অস্বস্তি অনুভব করলে তাকে উঠিয়ে নেন অলরেড কোচ ইয়ুর্গেন ক্লপ।

ম্যাচের শেষেই স্ক্যান করানো হয়েছে। স্ক্যানের রিপোর্ট দেখে হ্যামস্ট্রিংয়ের ইনজুরির বিষয়ে নিশ্চিত হতে পেরেছেন লিভারপুলের স্বাস্থ্যদল। চলতি সপ্তাহের শেষে আরেকটি স্ক্যান করা হবে থিয়াগোর। এরপরই বোঝা  যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে। 

দ্বিতীয় স্ক্যানের উপর নির্ভর করছে আদৌ চলতি মাসে আর থিয়াগো ম্যাচ খেলতে পারবেন কিনা। যদি না পারেন, সেক্ষেত্রে ক্রিস্ট্যাল প্যালেস, ম্যানচেস্টার ইউনাইটেড, বোর্নমাউথ এবং নিউক্যাসলের বিপক্ষে তাকে পাবে না লিভারপুল। 

হারের দিনে গ্যালারিতে মারামারিতে জড়ালেন ইউনাইটেড সমর্থকরা

থিয়াগো ইঞ্জুরিতে চিন্তার ভাজ পড়েছে অলরেড বস ইয়ুর্গেন ক্লপের কপালে। তবে আতঙ্কিত হতে চান তিনি।

ক্লপ বলেন, “ এটা একদমই ভালো পরিস্থিতি নয়। আমি মোটেও পছন্দ করছি না কিন্তু আমাদের দেখতে হবে আমরা (এইসব পরিস্থিতিতে) কেমন করি তবে এটা নিশ্চিত, আতঙ্কিত হচ্ছি না।”

sportsmail24

২০২১-২২ মৌসুমে দুর্দান্ত কাটালেও বড় দুই শিরোপা হাতছাড়া হয়েছে খুব কাছ থেকে। এক পয়েন্টের জন্য ইপিএল ও ফাইনালে গিয়েও জিততে পারেনি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। 

তাই চলতি মৌসুমে নতুন উদ্দ্যমে ঝাপিয়ে পড়তে চায় অলরেডরা। কিন্তু সেই যাত্রায় শুরুতেই ফুলহ্যামেরর বিপক্ষে ড্র ও থিয়াগোর চোট, দু’টোয় চিন্তায় ফেলবে ক্লাব ও সমর্থকদের। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগ অভিষেকে ছেলের পারফর্মেন্সে খুশি হল্যান্ডের বাবা

প্রিমিয়ার লিগ অভিষেকে ছেলের পারফর্মেন্সে খুশি হল্যান্ডের বাবা

ফুলহ্যামের বিপক্ষে জিতলে বাড়াবাড়ি হয়ে যেত: ক্লপ

ফুলহ্যামের বিপক্ষে জিতলে বাড়াবাড়ি হয়ে যেত: ক্লপ

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উচ্ছ্বাসে ভাসলো ব্রাইটন

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উচ্ছ্বাসে ভাসলো ব্রাইটন

লিগের মাঝে বিশ্বকাপ হওয়ায় বিরক্ত ক্লপ ও টুখেল

লিগের মাঝে বিশ্বকাপ হওয়ায় বিরক্ত ক্লপ ও টুখেল