পারদেস আসায় জুভেন্টাস ছেড়ে লিভারপুলে আর্থুর মেলো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২
পারদেস আসায় জুভেন্টাস ছেড়ে লিভারপুলে আর্থুর মেলো

পিএসজি থেকে ধারে এক মৌসুমের জন্য জুভেন্টাসে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পারদেস। এই ঘোষণা আসার পরের দিনই জুভেন্টাস ছাড়ার প্রক্রিয়া শুরু করেছেন আর্থুর মেলো। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলে যোগ দিবেন তিনি।

বৃহস্পতিবারই (১ সেপ্টেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে দল-বদলের শেষ সময়। শেষ দিনেই আর্থুর মেলোকে দলে ভেড়াতে কাজ শুরু করেছে লিভারপুল। এক বছরের চুক্তিতে ধারে অলরেডদের হয়ে খেলবেন। ক্লপের দল চাইলে তাকে কিনে নিতে পারছে না।

এর আগে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ শেষে ইয়ুর্গেন ক্লপ জানিয়েছিলেন, নতুন কোনো ফুটবলারকে দলে ভেড়ানোর সম্ভাবনা বেশ কম। তবে মিডফিল্ডের সমস্যার কারণে শেষ দিনে আর্থুর মেলোকে দলে নিতে কাজ শুরু করেছে ইংলিশ ক্লাবটি।

এর আগে ফরাসি তারকা অরেলিয়েন চৌমেনিকে দলে ভেড়াতে লড়াইয়ে নেমেছিল লিভারপুল। শেষ পর্যন্ত চৌমেনির ঠিকানা হয় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ফরাসি মিডফিল্ডারকে দলে ভেড়াতে না পারায় এই পজিশনে নতুন কাউকে দলে ভেড়ানোর চেষ্টা করেনি। মৌসুমের একদম শেষ দিকে এবার আর্থুর মেলোকে দলে নিচ্ছে তারা।

২০২০ সালে মিরেলেম পিয়ানিকের সাথে অদল-বদল চুক্তিতে বার্সেলোনা ছেড়ে জুভেন্টাসে যোগ দেন আর্থুর মেলো। চুক্তির মেয়াদ আরো তিন বছর বাকি থাকলেও দুই বছর পরেই ছাড়ছেন ক্লাবটির ডেরা। এর আগে দুই বছর খেলেছিলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়।

২৬ বছর বয়সী এই মিডফিল্ডার জুভেন্টাসের জার্সিতে ৬৩ ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। সর্বশেষ মৌসুমে ক্লাবটি জিততে পারেননি কোনো শিরোপা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পাঁচ বছর পর ইতালিতে ফিরলেন লিয়ান্দ্রো পারদেস

পাঁচ বছর পর ইতালিতে ফিরলেন লিয়ান্দ্রো পারদেস

বার্সেলোনা-পিএসজি-জুভেন্টাসসহ ২০টি ক্লাবের বিপক্ষে তদন্তে উয়েফা

বার্সেলোনা-পিএসজি-জুভেন্টাসসহ ২০টি ক্লাবের বিপক্ষে তদন্তে উয়েফা

অভিষেক ম্যাচেই ইনজুরিতে ডি মারিয়া

অভিষেক ম্যাচেই ইনজুরিতে ডি মারিয়া

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে না পগবার

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে না পগবার