বিশ্বকাপ চলাকালে ‘বিশেষ সুবিধা’ পাবেন সরকারি চাকরিজীবীরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৭ অক্টোবর ২০২২
বিশ্বকাপ চলাকালে ‘বিশেষ সুবিধা’ পাবেন সরকারি চাকরিজীবীরা

চলতি বছরের নভেম্বরে কাতারে পর্দা উঠবে ২২তম ফুটবল বিশ্বকাপের। আসর শুরুর দেড় মাস আগে থেকেই সফল আয়োজনের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে তারা। 

বিশ্বকাপ উপলক্ষে  বিশ্বের চারপাশ থেকে লক্ষাধিক দর্শক পাড়ি জমাবেন কাতারে। বিশ্বকাপে কাতার ভ্রমণকারীদের জন্য নির্বিঘ্ন পরিবেশ দিতে মরিয়া মধ্যপ্রাচ্যের দেশটি। 

তারই অংশ হিসেবে সরকারী চাকুরিজীবীদের ৮০ শতাংশকে বিশ্বকাপ চলাকালীন ঘরে বসে কাজ করার সুবিধা দিয়েছে কাতার। চলতি বছরের ১ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এভাবেই কাজ করবেন তারা। 

এছাড়া সব ধরণের স্কুলেও দেয়া হয়েছে নির্দেশিকা। চলতি বছরে ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দুপুরের মধ্যে ছুটি দেওয়া হবে স্কুলগুলোতে। ১৮ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে স্কুলগুলো। 

ধারণা করা হচ্ছে, প্রায় সাত লাখ জনসংখ্যার দেশ কাতারে বিশ্বকাপে প্রায় এর দ্বিগুন ফুটবল প্রেমীরা ভ্রমণ করবেন। ফলে এত সংখ্যক দর্শকদের লজিস্টিক সুবিধা সহ তাদের চলাচল নির্বিঘ্ন নিশ্চিত করতে আগে থেকেই চাপে রয়েছে মধ্যপ্র্যাচের দেশটি।

চলতি বছরের ২০ নভেম্বর পর্দা উঠবে বিশ্বকাপের। মোট ৪৮ টি দল অংশগ্রহণ করবে এবারের বিশ্বকাপে। একই বছরের ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে ২২তম ফুটবল বিশ্বকাপের।

স্পোর্টসমেইল২৪/এসকেডি


শেয়ার করুন :


আরও পড়ুন

কাতারেই ‘শেষ’, নিশ্চিত করলেন মেসি

কাতারেই ‘শেষ’, নিশ্চিত করলেন মেসি

বিশকাপে ফেভারিট নয় আর্জেন্টিনা: মেসি

বিশকাপে ফেভারিট নয় আর্জেন্টিনা: মেসি

কাতার বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে তিন হাজার তুর্কি পুলিশ

কাতার বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে তিন হাজার তুর্কি পুলিশ

কাতার বিশ্বকাপেই শেষ হচ্ছে না ‘রোনালদো অধ্যায়’

কাতার বিশ্বকাপেই শেষ হচ্ছে না ‘রোনালদো অধ্যায়’