সবকিছু শেষ হয়ে গেছে: রিয়াল ডিফেন্ডার কারভাজাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৬ মার্চ ২০১৯
সবকিছু শেষ হয়ে গেছে: রিয়াল ডিফেন্ডার কারভাজাল

ফাইল ছবি

আয়াক্সের কাছে দ্বিতীয় লেগে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে পিছিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র লড়াই থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হতাশাজনক এই পরাজয়ের পর রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডানি কারভাজাল স্বীকার করেছেন মাদ্রিদের জন্য মৌসুমের সবকিছুই শেষ হয়ে গেছে। তাদের হাতে আর কিছুই নেই।

২০১০ সালের পর এই প্রথমবারের মত ইউরোপের সর্বোচ্চ আসরে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিতে হলো টানা তিনবারের চ্যাম্পিয়ন মাদ্রিদকে। এই পরাজয়ে মৌসুমে সবচেয়ে কঠিন সাতটি দিন শেষ করলো মাদ্রিদ।

এই সাতদিনে তারা কোপা ডেল রে থেকে বিদায় নিয়েছে, মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার কাছে পরাজিত হয়ে লা লিগা শিরোপা স্বপ্ন থেকে ছিটকে পড়েছে। কোপা ডেল রে’র ম্যাচটিও ছিল বার্সেলোনার বিপক্ষে। আর এখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়। সবচেয়ে হতাশাজনক হলো প্রতিটি ম্যাচই হয়েছে মাদ্রিদের ঘরের মাঠে।

কারভাজাল বলেন, ‘ক্যারিয়ারে কখনই আমি এত হতাশাবোধ করিনি। জানিনা এটাকে কিভাবে ব্যাখ্যা দিব। এক সপ্তাহের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। তার উপর প্রতিটি ম্যাচই হয়েছে আমাদের মাঠে, যেখানে আমাদের সুবিধা আদায় করা উচিত ছিল। আজকের ম্যাচের পর আমরা কোন ধরনের অযুহাত খুঁজছি না, তারা অবশ্যই আমাদের থেকে ভাল খেলেছে। এই জয়টা তাদের প্রাপ্য ছিল।

তিনি আলো বলেন, ‌‘আমাদের দলটি তরুন, এখনো তাদের উন্নতির সময় আছে। তবে এটা স্পষ্ট যে এই মৌসুমে আর কোন প্রাপ্তির আশা নেই। কিন্তু লিগে আমাদের এখনো কয়েকটি ম্যাচ বাকি আছে। সে কারনেপেশাদারীত্ব বজায় রেখে আমাদের সেগুলো শেষ করতে হবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল মাদ্রিদকে বিপাকে ফেলে শেষ আটে আয়াক্স

রিয়াল মাদ্রিদকে বিপাকে ফেলে শেষ আটে আয়াক্স

ফের নাইজেরিয়া জাতীয় দল থেকে বাদ পড়লেন অধিনায়ক মিকেল

ফের নাইজেরিয়া জাতীয় দল থেকে বাদ পড়লেন অধিনায়ক মিকেল

নারী বিশ্বকাপে ব্যবহৃত হতে পারে ভিএআর প্রযুক্তি

নারী বিশ্বকাপে ব্যবহৃত হতে পারে ভিএআর প্রযুক্তি

জুভেন্টাসে থাকার ব্যাপারে আশাবাদী আলেগ্রি

জুভেন্টাসে থাকার ব্যাপারে আশাবাদী আলেগ্রি