পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ পিএম, ২৩ নভেম্বর ২০১৯
পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা

ম্যাচের শুরুতে গোল খেয়েও দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেস ও আর্তুরো ভিদালের গোলে জয় নিয়ে ফিরেছে এরনেস্তো ভালভেরদের দল বার্সেলোনা। লেগানেসের মাঠে শনিবার স্থানীয় সময় দুপুরে লা লিগার ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সা।

আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরে নিজেদের মেলে ধরতে পারছিল না বার্সেলোনা। প্রথমার্ধে শিরোপাধারীদের পারফরম্যান্স ছিল সাদামাটা। খেলার ১২তম মিনিট গোল হজম করে পিছিয়ে যায়।

মাঝমাঠে সতীর্থের পা ঘুরে বল পেয়ে যান ইউসুফ আন-নেসিরি। পরে ডান দিক দিয়ে কোনো বাধা ছাড়াই ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মরক্কোর এ ফরোয়ার্ড।

বিরতির আগে গোল শোধ করার সুযোগ পায় বার্সেলোনা। তবে ৩১তম মিনিটে পাওয়া গোলের সুযোগ সুয়ারেসের হেড কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।
sportsmail24
বিরতি থেকে ফিলে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরতে পারতো শিরোপাধারীরা। তবে দুর্ভাগ্য, জেরার্দ পিকের হেড পোস্টে লেগে ফিরে আসে। তবে ৫৩তম মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা।

ডি-বক্সের অনেকটা বাইরে থেকে মেসির ফ্রি-কিকে লাফিয়ে নেওয়া হেডে দলকে সমতায় ফেরান সুয়ারেস। সুয়ারেসের এটি এবারের লিগে সপ্তম গোল।

খেলার শেষ দিকে ৭৯তম মিনিটে বার্সেলোনার জয়সূচক গোলটি করেন ভিদাল। উসমান দেম্বেলের কর্নারে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে গোলমুখে পেয়ে জালে পাঠান অঁতোয়ান গ্রিজমানের বদলি নামা চিলির এ মিডফিল্ডার।

এ জয়ে ১৩ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রইলো সেমিদের বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১২ ম্যাচে ২৫।


শেয়ার করুন :


আরও পড়ুন

সিদ্ধান্ত থেকে হঠাৎই সরে আসলেন ম্যারাডোনা

সিদ্ধান্ত থেকে হঠাৎই সরে আসলেন ম্যারাডোনা

১৬ বছর পর চতুর্থ বিশ্বকাপ জিতলো ব্রাজিল

১৬ বছর পর চতুর্থ বিশ্বকাপ জিতলো ব্রাজিল

যোগ করা সময়ে মেসি গোলে আর্জেন্টিনার স্বস্তি

যোগ করা সময়ে মেসি গোলে আর্জেন্টিনার স্বস্তি

ইউরোর প্রস্তুতিতে ডেনামার্কের বিপক্ষে খেলবে ইংল্যান্ড

ইউরোর প্রস্তুতিতে ডেনামার্কের বিপক্ষে খেলবে ইংল্যান্ড