ইউরোপীয়ান আসরে দখল নেওয়ার দ্বারপ্রান্তে এসি মিলান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০
ইউরোপীয়ান আসরে দখল নেওয়ার দ্বারপ্রান্তে এসি মিলান

সিরিয়া-এ লিগে সোমবার তুরিনোর বিপক্ষে আন্টে রেবিচের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয়ী হয়ে ইউরোপীয়ান আসরে জায়গা করে নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এসি মিলান।

সান সিরোতে ম্যাচের ২৫ মিনিটে সামু কাস্টিলেজোর লো পাসে রেবিচ জয়সূচক গোলটি করেছেন। এই জয়ে মিলান হেলাস ভেরোনার সাথে সমান ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে। গোল ব্যবধানে পিছিয়ে তারা ইউরোপা লিগের শেষ স্থানটি দখলের অপেক্ষায় রয়েছে।

সব ধরনের প্রতিযোগিতায় গত সাত ম্যাচে এই নিয়ে ষষ্ঠ গোল করলেন রেবিচ। অথচ মৌসুমের প্রথমার্ধে কোন গোলই পাননি ২৬ বছর বয়সী ক্রোয়েশিয়ার এ্যাটাকার। রেবিচের কল্যাণেই গত সপ্তাহে মিলান ডার্বিতে প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল এসি মিলান। ২-০ গোলে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ঘরের মাঠে ৪-২ গোলের হতাশাজনক পরাজয় বরণ করতে হয়েছিল মিলানকে।

শুক্রবার কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগেও জুভেন্টাসের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে একমাত্র গোলটি করেছিলে রেবিচ। কোচ স্টিফানো পিওলির অধীনে মিলান দারুণভাবে এগিয়ে গেলেও দুর্ভাগ্য পিছু ছাড়ছে না।

লিগে এ বছর তারা মাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছে। আগামী মৌসুমে ইউরোপীয়ান ফুটবলে খেলার যোগ্যতা অর্জনের জন্য তারা ক্রমশই নিজেদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। যদিও চতুর্থ স্থানে থাকা আটালান্টার থেকে ১০ পয়েন্ট পিছিয়ে থাকার কারনে চ্যাম্পিয়ন্স লিগে খেলা অনেকটাই অনিশ্চিত।এদিকে টানা পঞ্চম পরাজয়ে রেলিগেশন জোনের প্রায় কাছাকাছি চলে এসেছে তুরিনো। রেলিগেশন থেকে তারা আর মাত্র পাঁচ পয়েন্ট দূরে রয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানচেস্টার সিটিতেই থাকছেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটিতেই থাকছেন গার্দিওলা

বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বে পুরস্কৃত মেসি

বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বে পুরস্কৃত মেসি

৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে পয়েন্ট ভাগাভাগি

৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে পয়েন্ট ভাগাভাগি

শেষ মুহূর্তের পেনাল্টিতে জুভেন্টাসের রক্ষা

শেষ মুহূর্তের পেনাল্টিতে জুভেন্টাসের রক্ষা