কাকার চোখে মেসিই সেরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০৪ এপ্রিল ২০২০
কাকার চোখে মেসিই সেরা

বর্তমান ফুটবল বিশ্বে সবচেয়ে বড় দুই তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের দুজনের মাঝে কে সেরা এমন প্রশ্নের উত্তরে কেউ এগিয়ে রাখেন মেসিকে আবার কেউ এগিয়ে রাখেন রোনালদোকে। তবে ব্রাজিলিয়ান সুপারস্টার কাকা চোখে রোনালদো নয়, মেসিই সেরা।

ফিফা চ্যানেলের জন্য ইন্সটাগ্রামের লাইভে প্রশ্ন-উত্তর পর্বে কাকার কাছে জানতে চাওয়া হয় কে সেরা মেসি নাকি রোনালদো ?

জবাবে কাকা বলেন, ‘আমি ক্রিস্টিয়ানোর সঙ্গে খেলেছে, সে অসাধারণ একজন খেলোয়াড়। তবে আমি মেসির দিকেই যাবো। সে একজন জিনিয়াস। প্রতিভায় ভরা। সে যেভাবে খেলে অবিশ্বাস্য।’

এ সময় পর্তুগিজ অধিনায়ক রোনালদো প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো একটা মেশিন। শুধু এমনটা নয় যে সে স্ট্রং, পাওয়ারফুল ও ফাস্ট। সে মানসিকভাবেও শক্তিশালী। সে সবসময় খেলতে ও জিততে চায়। সেরা হতে চায়। আমার কাছে এই ব্যাপারটাই অবিশ্বাস্য লাগে।’

তিনি আরও বলেন, 'খেলার ইতিহাসে তারা (মেসি ও রোনালদো) অবশ্যই সেরা পাঁচে থাকবে। আমরা খুবই ভাগ্যবান যে এ দু’জনের খেলা দেখতে পেরেছি।’

এদিকে লাইভে কাকার কাছে জানতে চাওয়া হয় ব্রাজিলিয়ানদের মধ্যে একসঙ্গে ও প্রতিপক্ষ হিসেবে কাদের নাম বলবেন। উত্তরে ৩৭ বছর বয়সী এই সাবেক ফরোয়ার্ড বলেন, ‘আমি আমার ক্যারিয়ারে বেশ কয়েকজন গ্রেটের সঙ্গে খেলেছি। তবে রোনালদো (নাজারিও) ছিল সেরা।

এরপরেই আমি রোনালদিনহোর নাম বলবো। যার সঙ্গে আমি মিলান ও রিয়াল মাদ্রিদে থেকে প্রতিপক্ষ হিসেবে খেলেছি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিদের অনুসরণ করলো অ্যাটলেটিকো মাদ্রিদ

মেসিদের অনুসরণ করলো অ্যাটলেটিকো মাদ্রিদ

আরও বেশি সাহায্য চান তেভেজ

আরও বেশি সাহায্য চান তেভেজ

নেইমার-লাউতারো দু’জনকেই চায় বার্সেলোনা

নেইমার-লাউতারো দু’জনকেই চায় বার্সেলোনা

বাফুফের নির্বাহী কমিটির মেয়াদ বাড়ালো ফিফা

বাফুফের নির্বাহী কমিটির মেয়াদ বাড়ালো ফিফা