হঠাৎ ঝড় সবকিছুই ওলট-পালট করে দিল : রোনালদিনহো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৯ এপ্রিল ২০২০
হঠাৎ ঝড় সবকিছুই ওলট-পালট করে দিল : রোনালদিনহো

দাতব্য সংস্থার আহ্বানে মার্চে প্যারাগুয়ে গিয়ে অবৈধ পাসপোর্ট ব্যবহারের দায়ে জেল খাঁটতে হয়েছে ব্রাজিলের ফুটবল তারকা রোনালদিনহোকে। ৩২ দিন জেলে থাকার পর মুক্তি মিললেও প্যারাগুয়ের একটি হোটেলে বন্দি রয়েছেন রোনালদিনহো। সেখানেই তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

জেলের পর হোটেলে বন্দি হওয়ার আগ পর্যন্ত সংবাদমাধ্যমে কোন কথা বলেননি রোনালদিনহো। তবে শেষে পর্যন্ত মুখ খুলেছেন তিনি। প্যারাগুইয়ান টেলিভিশন নেকওয়ার্ক এবিসি কালারে সাক্ষাৎকার দিয়েছেন ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করা এ ফুটবল তারকা।

সেখানে রোনালদিনহো বলেন, ‘আমরা খুবই অবাক হয়েছিলাম, যখন শুনলাম কাগজপত্র বৈধ নয়। সবই অবৈধ। এসব কাগজপত্র ওই সংস্থাটিই আমাকে দিয়েছিল। অবশ্য এসব ঘটনা আমি আগেই বলেছি। ওই সময় থেকে সবকিছুর ব্যাখ্যা দিয়েছি। আইন-শৃঙ্খলা বাহিনী ও আদালত আমাকে যা জিজ্ঞাসা করেছে, আমি সবই বলেছি। আমি ও আমার আইনজীবী কাজগুলো সহজ করার চেষ্টা করছি।’

সবকিছু শোনার পর প্যারাগুয়ে আদালত রোনালদিনহোকে জেলে পাঠায়। সেখানে এক মাসের বেশি সময় কাটান তিনি। জেলে যাওয়াকে বড় ধাক্কা বলে অ্যাখায়িত করেছেন রোনালদিনহো।

তিনি বলেন, ‘জেলে যাওয়াটা ছিল বিশাল এক ধাক্কা। আমি কখনও ভাবিনি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাকে হতে হবে। আমি আমার জীবনে ঝামেলামুক্ত থাকতে চেয়েছি। পুরো জীবন আনন্দে কাটাতে চেয়েছি এবং তা করেছিও। ফুটবল ছিল আমার আনন্দের সর্বোচ্চ জায়গা। পেশাদারী ক্ষেত্রে সেরাটাই দিয়েছি এবং আমার খেলা দিয়ে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। ফুটবল ছেড়েও আনন্দ নিয়ে দিন কাটিয়েছি। কিন্তু হঠাৎ, এক ঝড় সবকিছুই ওলট-পালট করে দিল।’

কারাগারের ভেতর অন্যান্য কয়েদির কাছ থেকে ভালো ব্যবহারই পেয়েছেন বলে জানান ২০০২ সালে ব্যালন ডি’অর বিজয়ী রোনালদিনহো। বলেন, ‘কারাগারে যার সাথেই দেখা হয়েছে, সকলেই ভালো ব্যবহার করেছে এবং আমার সাথে কথা বলেছে। আমাকে সহযোগিতাও করেছে।’

দ্রুতই সকল সমস্যা মিটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রোনালদিনহো। বলেন, ‘আমরা আশা করছি খুব দ্রুতই প্যারাগুয়ের বিচার ব্যবস্থা সবকিছু বিবেচনা করে আমাকে দ্রুতই মুক্তি দেবে।’

মুক্তি পাওয়ার পর কী করবেন সেটিও জানিয়েছেন রোনালদিনহো। জানান, ‘প্রথম যে কাজটি করব, তা হলো- আমার মাকে চুমু খাব। করোনাভাইরাসের কারণে বাড়িতে কঠিন সময় পার করছেন তিনি।’

আদালতের রায়ে ছয় মাসের জেল দেওয়া হয়েছিল রোনালদিনহোকে। তবে পুরোপুরি ছয় মাস জেলে থাকতে হয়নি তাকে। এ মাসের প্রথম দিকে প্রায় ১৪ কোটি টাকা মুচলেকা দিয়ে জামিন নিয়েছেন রোনালদিনহো।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

ছাড়া পেলেন রোনালদিনহো, তবে..

ছাড়া পেলেন রোনালদিনহো, তবে..

ভুয়া পাসপোর্টে প্যারাগুয়েতে ধরা খেলেন রোনালদিনহো

ভুয়া পাসপোর্টে প্যারাগুয়েতে ধরা খেলেন রোনালদিনহো

দুই প্রমিকাকে একসঙ্গে বিয়ে করছেন রোনালদিনহো

দুই প্রমিকাকে একসঙ্গে বিয়ে করছেন রোনালদিনহো

জেলখাটা রোনালদিনহোর দোষ দেখছেন না ম্যারাডোনা

জেলখাটা রোনালদিনহোর দোষ দেখছেন না ম্যারাডোনা