বিশ্ব ফুটবলের ‘হল অব ফেমে’ রোনালদিনহো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৬ মার্চ ২০২২
বিশ্ব ফুটবলের ‘হল অব ফেমে’ রোনালদিনহো

বিশ্ব ফুটবলের হল অব ফেমে জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহো। করোনাভাইরাস মহামারির কারণে সর্বশেষ দুই বছরে কাউকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়নি। এবার রোনালদিনহোসহ চারজনকে পাঁচজনকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) মেক্সিকোকে এক অনুষ্ঠানে তাদেরকে হল অব ফেমে অন্তর্ভূক্ত করা হয়। রোনালদিনহো ছাড়াও বিশ্ব ফুটবলের হল ফেমে জায়গা পেয়েছেন ইতালিয়ান তারকা ফ্যাবিও ক্যানভারো, স্প্যানিশ তারকা রাউল গঞ্জালেস, ব্রাজিলিয়ান তারকা রবার্তো কার্লোস এবং সুইডিশ কোচ পিয়া সুন্ধেগে।

ফুটবল ক্যারিয়ারে ব্রাজিলকে একটি বিশ্বকাপ জিতিয়েছিলেন রোনালদিনহো। এছাড়াও জাতীয় দলকে জিতিয়েছিলেন কোপা আমেরিকার শিরোপা। ক্লাব ক্যারিয়ারেও ছিল অসংখ্য সাফল্য। এ কারণেই তাকে হল অব ফেমে জায়গা করে দিয়েছে।

ইতালির হয়ে ১৯৯১ থেকে ২০১১ সাল পর্যন্ত মাঠে মাতিয়েছেন ফ্যাবিও ক্যানভারো। জাতীয় দলকে ২০০৬ সালে জিতিয়েছিলেন বিশ্বকাপ শিরোপা। তবে জাতীয় দলের থেকে বেশি উজ্জ্বল ছিলেন ক্লাব জুভেন্টাস এবং রিয়াল মাদ্রিদের হয়ে।

বিশ্বকাপ শিরোপা না জেতালেও স্পেনের ফুটবলের কিংবদন্তি হিসেবে বিবেচিত হন রাউল গঞ্জালেস। স্প্যানিশ ক্লাব রিয়ালের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ছিলেন তিনি। এছাড়াও একই দলের হয়ে সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ড তার দখলে। আর এতেই হল অব ফেমে জায়গা পেয়েছেন রাউল।

রাউলের ক্লাব সতীর্থ ছিলেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো কার্লোস। তিনিও জায়গা পেয়েছেন হল অব ফেমে। জাতীয় দলে রোনালদিনহোর সাথে ২০০২ বিশ্বকাপ জেতাতে কার্লোসেরও ছিল বড় ভূমিকা।

ফুটবলার তালিকার বাইরে গিয়ে একজনই হল অব ফেমে জায়গা পেয়েছেন । তিনি হলেন, সুইডিশ কোচ পিয়া সুন্ধেগে। নারী ফুটবলের এই কোচ ২০০৮ এবং ২০১২ অলিম্পিকে যুক্তরাষ্ট্র নারী ফুটবল দলকে জিতিয়েছেন স্বর্ণপদক। এছাড়াও ২০১২ সালের ফিফা বর্ষসেরা কোচও ছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ থাকছেন না তিতে

কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ থাকছেন না তিতে

নেইমারের বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন ফুটবল কর্তৃপক্ষ

নেইমারের বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন ফুটবল কর্তৃপক্ষ

কুসংস্কার ও পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা প্রথম নারী রেফারির গল্প

কুসংস্কার ও পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা প্রথম নারী রেফারির গল্প

ভ্যাকসিন না নিলে ব্রাজিলের লিগে খেলতে পারবেন না ফুটবলাররা

ভ্যাকসিন না নিলে ব্রাজিলের লিগে খেলতে পারবেন না ফুটবলাররা