করোনা মুক্ত হতে পারছেন না দিবালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৯ এপ্রিল ২০২০
করোনা মুক্ত হতে পারছেন না দিবালা

সকল নিয়মকানুন ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরও করোনাভাইরাস থেকে রক্ষা পাচ্ছেন না আর্জেন্টাইন ফুটবল তারকা পাওলো দিবালা। গত মাসে করোনা থেকে সুস্থ হওয়ার তিনদিনের মাথায় আবারও করোনায় পজেটিভ হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হতে পারেননি দিবালা ও তার বান্ধবী।

স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গিতোর খবর অনুযায়ী, গত ছয় সপ্তাহে চারবার দিবালার করোনা টেস্ট করা হয়েছে। প্রতিবারই পরীক্ষায় পজিটিভ এসেছে।

দিবালার বন্ধবী ওরিয়েলা সাবাতিনি এ বিষয়ে বলেন, ২১ মার্চ আমার ও পাওলো দিবালার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। কভিড-১৯ পরীক্ষায় দু’জনের ফলই পজিটিভ আসে। তিনদিনের মাথায় আমরা আবারও কভিড পরীক্ষা করাই। সেবার ফল নেগেটিভ এলো। কিন্তু একদিন পর তৃতীয়বারের মতো পরীক্ষা করাতে গিয়ে আবার আমাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

তিনি আরও বলেন, আমি জানি না, এটা কীভাবে কাজ করে। আমি জানি না, এর আগে নেগেটিভ কেন এলো এবং এখন কেন’ই বা পজিটিভ! আমার মনে হয়, আমি শুনেছি, করোনাভাইরাসে আক্রান্ত হলে টেস্ট করালে ভুল নেগেটিভ ফল আসতে পারে। তাই শতভাগ নিশ্চিত হতে আরও একটি পরীক্ষা করা উচিত। আর এতে এটা প্রমাণ হয় যে, ভাইরাসটি সম্পর্কে আমরা কতটা কম জানি।

এর আগে এক বিবৃতিতে দিবালা জানিয়েছিলেন কীভাবে তিনি প্রাণঘাতি এ ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন এবং শ্বাসকষ্টের সমস্যা কতটা কষ্ট পেয়েছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

হঠাৎ ঝড় সবকিছুই ওলট-পালট করে দিল : রোনালদিনহো

হঠাৎ ঝড় সবকিছুই ওলট-পালট করে দিল : রোনালদিনহো

মারা গেলেন লিভারপুলের সাবেক স্ট্রাইকার রবিনসন

মারা গেলেন লিভারপুলের সাবেক স্ট্রাইকার রবিনসন

বাতিল হলো আর্জেন্টিনার ফুটবল মৌসুম

বাতিল হলো আর্জেন্টিনার ফুটবল মৌসুম

সফল অস্ত্রপাচারের পর বিশ্রামে কৌতিনহো

সফল অস্ত্রপাচারের পর বিশ্রামে কৌতিনহো