বনমোরগ শিকার করে গ্রেফতার গলফার জ্যোতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১০ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮
বনমোরগ শিকার করে গ্রেফতার গলফার জ্যোতি

গলফার জ্যোতি রণধাওয়াকে গ্রেফতার করেছে ভারতের উত্তরপ্রদেশের বন অধিদপ্তর। বুধবার জ্যোতি এবং তার এক সহযোগী মহেশ বিরজদারকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বনের ভেতর চোরাশিকার করেছেন।

কাটারনিয়াঘাটের ডিএফও সূত্রে খবর, জ্যোতি ও তার সহযোগীর কাছ থেকে ২২ রাইফেল, বুনো শুয়োরের চামড়া, বাইনোকুলার এবং একটি লাইসেন্সড বন্দুক উদ্ধার হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।

বন দফতরের রবাত দিয়ে আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, মঙ্গলবার একটি বনমোরগ শিকার করেন জ্যোতি। দুধওয়ার ফিল্ড ডিরেক্টর রমেশ পাণ্ডে জানান, মোতিপুরের কাটারনিয়াঘাটে জ্যোতির একটা ফার্ম আছে। মঙ্গলবার জঙ্গলের ভেতরে গাড়ি নিয়ে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন বন দফতরের কর্মীরা। পরে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে জ্যোতির গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে টুইট করেন পশুপ্রেমীরা। তারা জানান, মহারাষ্ট্রের যবতমল অরণ্যে বাঘিনী অবনীকে খোঁজার কাজে নিজের শিকারী কুকুর সঙ্গে এনেছিলেন জ্যোতি। পরে সেই বাঘিনীকে গুলি করে মারা হয়েছিল।

জ্যোতি ভারতের এক সময়ের সেরা গলফার। অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন তিনি। এছাড়া অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহের প্রাক্তন স্বামী জ্যোতি। ২০১৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

১৪ বছর পর খেতাব জিতলেন রাহিল গাঙ্গজি

১৪ বছর পর খেতাব জিতলেন রাহিল গাঙ্গজি

স্পেনের তারকা গলফারকে ধর্ষণের পর হত্যা

স্পেনের তারকা গলফারকে ধর্ষণের পর হত্যা

রানার্সআপ সিদ্দিকুর, চ্যাম্পিয়ন জোসি

রানার্সআপ সিদ্দিকুর, চ্যাম্পিয়ন জোসি

স্ত্রীকে নিয়ে প্রচারণায় জামাই মাশরাফি

স্ত্রীকে নিয়ে প্রচারণায় জামাই মাশরাফি