ফাইট করবো, জেতার জন্য মাঠে নামবো -একান্ত সাক্ষাতকারে ঝিলিক

মোশারফ হোসাইন মোশারফ হোসাইন প্রকাশিত: ০২:২৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫
ফাইট করবো, জেতার জন্য মাঠে নামবো -একান্ত সাক্ষাতকারে ঝিলিক

রুবাইয়া হায়দার ঝিলিক -দেশের ক্রিকেটে নামটি এখনো খুব বেশি পরিচিত না, তবে বিশ্বকাপে অভিষেক ম্যাচে তিনি পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছেন -হতে পারবেন দেশের ক্রিকেটের নতুন ভরসার প্রতীক। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭৭ বলে ৫৪ রান এবং ম্যাচ জয়ের মুহূর্ত পর্যন্ত ছিলেন মাঠে, অপরাজিত।

অভিষেকে ঝিলিক ঝলক দেখালেও তবে পরের দুটি ম্যাচে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সমান ৪ রানে ফিরেন সাজঘরে। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জ্বলে উঠতে শুরু করলেও ২৫ রানে শেষ হয় ঝিলিকের ইনিংস।

তবে এখানেই থামতে চান না ঝিলিক, দলকে জেতাতে চান সামনের দিনে। বিশ্বকাপে স্পোটস মেইলের প্রতিনিধি মোশারফ হোসাইনের সাথে আলাপচারিতায় বলেন, “সামনের ম্যাচে আমরা খুব বেশি ভালো খেলবো এবং জিতবো।”

স্পোটস মেইল : প্রথম ম্যাচে ভালো একটা ইনিংস খেলার পরিকল্পনা কি আগেই ছিল? যাবো, খেলবো, জয় করবো -এমন?

রুবাইয়া হায়দার ঝিলিক : যেহেতু এটা আমার প্রথম বিশ্বকাপ ম্যাচ ছিল, আমার আশা ছিল আমরা যদি জিততে পারি, তাহলে অভিষেক স্মরণীয় হয়ে থাকবে। আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এটা বলেছিলামও অনেককে। আমার জায়গা থেকে দলের যেটা প্রয়োজন ছিল, সেই অনুযায়ী খেলেছি। আলহামদুলিল্লাহ, ভালো খেলেছি -এটা আমার জন্য পাওয়া।

বিশ্বকাপে সবাই জিততে আসে, এক্সপেরিমেন্ট করতে না

স্পোটস মেইল : ভালো ইনিংস খেলার পর দলের সবাই কে কী বলেছেন? কোনো উৎসাহ, অনুপ্রেরণা পেয়েছেন কি-না?

রুবাইয়া হায়দার ঝিলিক : প্রথম ম্যাচের পর দলের খেলোয়াড়রা ও টিম অফিসিয়ালরা অভিনন্দন জানিয়েছেন। তারা আমাকে নির্ভার রেখেছেন যেন ভালো খেলতে পারি, ভালো হয়েছে।

স্পোটস মেইল : গত ম্যাচটায় ভেঙে পড়তে দেখা গেছে, এই যে ঘুরে দাঁড়ানো -এই মোটিভেশনটা কোথায়, কীভাবে পেলেন?

রুবাইয়া হায়দার ঝিলিক : আমরা সবাই বিশ্বাস করি, পাস্ট ইজ পাস্ট। এটা নিয়ে থাকলে আমরা সামনের দিকে এগোতে পারবো না। অফিসিয়ালরা অনেক বেশি মোটিভেট করেছেন। একটা ম্যাচ নিয়ে পড়ে থাকলে হবে না। সামনের দিকে এগোতে হবে। তারা আরও বলেছেন, যেহেতু অস্ট্রেলিয়ার সাথে ভালো ম্যাচ আছে, তোমরা সেই দিকে ফোকাস দাও। সেই দিক থেকে আমাদের অবস্থানটা খুব ভালো আছে।

৩৪ বলে ফিফটি করে স্বর্ণার রেকর্ড

স্পোটস মেইল : প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে কী খুব বেশি বড় টিম মনে হচ্ছে? প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা সম্ভব কি-না?

রুবাইয়া হায়দার ঝিলিক : অবশ্যই ভালো খেলতে চাই, খেলবো যখন -অবশ্যই ফাইট করবো। জেতার জন্য মাঠে নামবো, বাকিটা আল্লাহ ভরসা।

স্পোটস মেইল : ভারত-শ্রীলঙ্কার সাথে তো ম্যাচ খেলার ভালো অভিজ্ঞতা আছে বাংলাদেশের। প্রতিপক্ষ হিসেবে সহজ হবে কি-না?

রুবাইয়া হায়দার ঝিলিক : আমরা ওদের সাথে অনেক ম্যাচ খেলেছি। তাদের বিষয়ে আমাদের খুব ভালো ধারণা আছে। তাদের সাথে আমরা খুব বেশি ভালো খেলবো এবং আমরা জিতবো।

নারী ক্রিকেট বিশ্বকাপে মাইকিং করে দর্শক বাড়ানোর চেষ্টা আইসিসির

স্পোটস মেইল : আপনাদের দৈনিক ভাতা ও ট্যুর ফি পুরুষ ক্রিকেটারদের সমান করার সিদ্ধান্ত নিচ্ছেন ক্রিকেট বোর্ড। প্রত্যাশা পূরণ হতে শুরু করছে -এসব খবর অনুপ্রেরণা জোগায় কি-না?

রুবাইয়া হায়দার ঝিলিক : এই খবরটা আপনার কাছ থেকেই শোনা। আমরা এখনো শুনিনি। যেহেতু বিশ্বকাপ চলছে, আমরা ম্যাচের দিকেই ফোকাস দিচ্ছি। মাঠের বাহিরের সব বাংলাদেশে গিয়ে দেখবো।



শেয়ার করুন :