শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০
শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

পঞ্চমবারের মতো শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। প্রাণ ক্র্যাকো-এর পৃষ্ঠপোষকতায় ২৪ ফেব্রুয়ারি (সোমবার) পর্দা উঠবে ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০২০’।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাড্ডায় প্রাণ সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সার্বিক বিষয় তুলে ধরা হয়।

প্রাণ ফুডস-এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আলী হাসান বলেন, দীর্ঘদিন ধরে প্রাণ-আরএফএল গ্রুপ দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন খেলাধুলার আয়োজন করে আসছে। দেশের ব্যাডমিন্টন খেলাকে আরও এগিয়ে নিতে ও ভালোমানের খেলোয়াড় তৈরিতে পাঁচ বছর ধরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ আয়োজন করছে।

আম্পায়ার আয়াজ আল আমিন বলেন, এ আয়োজনের মাধ্যমে ব্যাডমিন্টনে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করার চেষ্টা করা হয়। পরে এসব খেলোয়াড় যেন জাতীয় পর্যায়ে খেলতে পারে সে সুযোগ তৈরি করা হবে। এ কারণে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কর্মকর্তারা এ খেলাটি মনিটরিং করবেন।

আয়োজকরা জানান, ব্যাডমিন্টন প্রতিযোগিতায় এ বছর দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১২০টি দল অংশগ্রহণ করবে। প্রাণ ক্র্যাকোর আয়োজনে সোমবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০২০ উদ্বোধন করা হবে।

২৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধন হলেও প্রতিযোগিতা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি এবং ১ মার্চ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন কমিটি পেল হ্যান্ডবল রেফারিজ অ্যাসোসিয়েশন

নতুন কমিটি পেল হ্যান্ডবল রেফারিজ অ্যাসোসিয়েশন

অলিম্পিক বাতিলের খবর ‘গুজব’

অলিম্পিক বাতিলের খবর ‘গুজব’

ভাইরাস আতঙ্কে এশিয়ান ব্যাডমিন্টনে খেলছে না কয়েকটি দেশ

ভাইরাস আতঙ্কে এশিয়ান ব্যাডমিন্টনে খেলছে না কয়েকটি দেশ

রোমান সানার ‘যুগান্তকারী ক্রীড়াবিদ’র সম্মান লাভ

রোমান সানার ‘যুগান্তকারী ক্রীড়াবিদ’র সম্মান লাভ