ওমানের কাছে হেরে এশিয়ান গেমস বাছাইপর্বে রানার্সআপ বাংলাদশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২০ পিএম, ১৫ মে ২০২২
ওমানের কাছে হেরে এশিয়ান গেমস বাছাইপর্বে রানার্সআপ বাংলাদশ

উড়তে থাকা বাংলাদেশ দলকে মাটিতে নামিয়ে এনেছে ওমান। এশিয়ান গেমস বাছাইপর্বের ফাইনালে ওমানের কাছে ৬-২ গোলে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। এছাড়া টানা ১০ টি আন্তর্জাতিক ম্যাচ জয়ের পর হারের মুখ দেখলো লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (১৫ মে) ব্যাংককে এশিয়ান গেমস বাছাইপর্বের ফাইনালে ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে ওমানের বিপক্ষে ৬-২ গোলে বিধ্বস্ত হয় লাল সবুজের প্রতিনিধিরা। 

এশিয়ান গেমস বাছাইপর্বের গ্রুপ রাউন্ডের ম্যাচে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সেমি-ফাইনাল নিশ্চিত হওয়ার দিনই এশিয়ান গেমসে নিজেদের জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তাই তো নির্ভার থেকেই ওমানের বিপক্ষে ফাইনালে খেলতে নেমেছিল বাংলাদেশ। এই সুযোগেই বাংলাদেশের বিপক্ষে হারের বদলা নিয়েছে ওমান।

এর আগে চলতি বছরের মার্চে এএইচএফ কাপ হকির ফাইনালে ট্রাইব্রেকারে ওমানকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাইপর্বের ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিদের হারিয়ে আগের হারের প্রতিশোধ নিলো ওমান।

ওমানের এএইচএফ কাপ ফাইনাল জয়ের আত্মবিশ্বাস ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বেশ চাপে পড়ে যায় রাসেল মাহমুদ জিমিরা। ম্যাচের প্রথম ১০ মিনিটেই হজম করে বসে ৩ গোল।

পিছিয়ে পড়ে গোলশোধে মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। ম্যাচের ৪৮তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করে ব্যবধান কমিয়ে নেন। তবে এর তিন মিনিট পরে আবারও গোল করে ওমান। পিছিয়ে পড়ে ৪-১ ব্যবধানে।

শেষ দিকে ওমান আরও দুই গোল করলে ৬-১ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলো বাংলাদেশ। সেই সময়ই বাংলাদেশের হয়ে গোল করে হারের ব্যবধান কমান ফজলে রাব্বি। শেষ পর্যন্ত ওমানের কাছে লাল সবুজের প্রতিনিধিরা ৬-২ গোলে হেরে ম্যাচ শেষ করে করে।

২০১৩ সালের পর থেকে ওমানের বিপক্ষে ১১বার মাঠে নেমেছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশের পাঁচ জয়ের বিপরীতে ওমানের ছয় বার। ২০১৪ সালে এশিয়ান গেমস বাছাইপর্বের ফাইনালেই বাংলাদেশকে ৬-১ গোলের লজ্জা দিয়েছিল এই ওমানই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে গ্রুপ সেরা বাংলাদেশ

সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে গ্রুপ সেরা বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসের মূলপর্বে বাংলাদেশ হকি

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসের মূলপর্বে বাংলাদেশ হকি

হকিতে টানা চতুর্থ চ্যাম্পিয়ন বাংলাদেশ

হকিতে টানা চতুর্থ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এশিয়া কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ হকি দল

এশিয়া কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ হকি দল