জাতীয় অ্যাথলেটিকসে আবারও শুরু হলো লিঙ্গ বিতর্ক। গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অ্যাথলেট জান্নাত বেগমকে নিয়ে নারী ইভেন্টে অংশগ্রহণ করতে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ নৌ-বাহিনী।
নৌ-বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, জান্নাত বেগমের শরীরে নারীর বৈশিষ্ট্য স্পষ্ট নেই। ফলে বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে নারীদের বিভাগে প্রতিযোগিতা করতে দেওয়া উচিত নয়।
তবে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন (বিএএফ) এ অভিযোগকে আপাতত গুরুত্ব দিচ্ছে না। তারা জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেছেন, আমরা তাকে (জান্নাত বেগম) বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠাবো। মেডিক্যাল বোর্ডের রিপোর্ট হাতে আসলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বিতর্ক চললেও জান্নাত বেগম আপাতত ‘অন-প্রোটেস্ট’ ভিত্তিতে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অর্থাৎ, তার অংশগ্রহণ নিয়ে আপত্তি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত মাঠে নামতে পারবেন জান্নাত বেগম।
জান্নাত বেগমের বিপক্ষে এটি প্রথম অভিযোগ নয়, এর আগেও একাধিকবার জান্নাত বেগমের লিঙ্গ নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৯ সালে জ্যাভলিন থ্রোয়ে স্বর্ণ জেতার পরও তার পদক বাতিল করা হয়। এছাড়া ২০২২ সালে আখেরুন নেসার দীর্ঘ ২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলে জান্নাতকে নিয়ে নতুন করে অভিযোগ ওঠে।
এবারের প্রতিযোগিতায় জান্নাতের ভবিষ্যৎ নির্ভর করছে মেডিক্যাল পরীক্ষার ফলাফলের ওপর। প্রতিযোগিতায় অংশ নিতে পারলেও মেডিক্যাল রিপোর্টের ওপর অনেক কিছুই নির্ভর করছে।