দ্বিপাক্ষিক নয়, পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ইভেন্টে খেলবে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২১ আগস্ট ২০২৫
দ্বিপাক্ষিক নয়, পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ইভেন্টে খেলবে ভারত

রাজনৈতিক বৈরী পরিবেশের কারণে শুধু ক্রিকেট নয়, ভারত-পাকিস্তানের মধ্যকার যেকোন ক্রীড়া ইভেন্টের আগে খেলতে চাওয়া না চাওয়া নিয়ে তৈরি হয় একাধিক সংবাদ শিরোনাম। তবে এবার পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করলো ভারত সরকার।

পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক কোন ক্রীড়া ইভেন্টে অংশ নেবে না ভারত। তবে আন্তর্জাতিক বা বহুপাক্ষিক টুর্নামেন্টে পাকিস্তান অংশ নিলেও সেখানে খেলবে ভারত।

বুধবার (২০ আগষ্ট) আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনে ভারতের নীতি স্পষ্ট করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। সেখানে মূলত পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত।

ভারতের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নীতিমালায় বলা হয়, দ্বিপাক্ষিক কোন খেলায় ভারতীয় দল পাকিস্তান সফরে যাবে না এবং পাকিস্তান দলকেও ভারতে খেলতে অনুমতি দেওয়া হবে না। তবে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার প্রচলিত নিয়ম এবং নিজেদের খেলোয়াড়দের স্বার্থে আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেবে ভারত। একই নিয়মে পাকিস্তানও ভারতে আয়োজিত বহুপাক্ষিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করেই ভারত এমন ক্রীড়ানীতি নির্ধারণ করেছে বলেও উল্লেখ করা হয়।

একই সাথে ক্রীড়া নীতিতে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনে ভারতকে একটি নির্ভরযোগ্য ভেন্যু হিসেবে প্রতিষ্ঠা করতে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়।

বলা হয়, খেলোয়াড়, দলের কর্মকর্তা, টেকনিক্যাল কর্মী এবং আন্তর্জাতিক ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের ভিসা প্রক্রিয়া সহজ করবে ভারত। সংস্থার পদাধিকারীরা তাদের দায়িত্বকালের (সর্বোচ্চ পাঁচ বছর) জন্য অগ্রাধিকারভিত্তিক মাল্টি-এন্ট্রি ভিসা দেবে ভারত।

এছাড়া আন্তর্জাতিক ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থার প্রধানরা ভারত সফরে থাকাকালে যথাযথ প্রোটোকল ও সম্মান প্রদর্শন করবে ভারত সরকার।



শেয়ার করুন :