বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে ক্রিকেটাররা শোকাহত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৪ এএম, ০১ জুলাই ২০২০
বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে ক্রিকেটাররা শোকাহত

দেশব্যাপী করোনা মহামারির মাঝে বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় দেশের আকাশে শোকের ছাড়া নেমে এসেছে। এখন পর্যন্ত ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হৃদয়বিদারক এমন ঘটনায় হতবাক ও শোকাহত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

করোনার মহামারির জন্য সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও সকল ক্রীড়া ইভেন্ট বন্ধ রয়েছে। খেলা না থাকায় ঘরবন্দি সময় কাটাচ্ছেন টাইগার ক্রিকেটরারা। এমন অনিশ্চিত সময়ে হঠাৎ লঞ্চডুবিতে এতগুলো তাজা প্রাণ ঝড়ে যাওয়ায় বছরটাই (২০২০ সাল) শুভ নয় বলেও মন্তব্য করেছেন তারা।

পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশের এমন সময়ে শোকাহত হয়েছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন তিনি।

সাকিব লিখেন, প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আজ (সোমবার) আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানী এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিঁখোজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোনভাবেই নিজেকে শান্তনা (সান্ত্বনা) দিতে পারছি না।’

তিনি বলেন, ‘পুরো পৃথিবীর এই ভয়ংকার ক্রান্তিকালে এমন দুর্ঘটনার কোন শান্তনা (সান্ত্বনা) বা ব্যাখ্যা আমার জানা নেই। ভব্যিষতে এমন অনাকাঙ্খিত দুর্ঘটনা আর একটি যেন না হয়, এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনা সব সকল দুর্যোগ কেটে যাবে, ইনশা আল্লাহ। মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারাজীবনের জন্য পরোপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।’

একই ঘটনায় হতবাক ও শোকাহত তারকা টাইগার ক্রিকেটার মশফিকুর রহিম। নিজের ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া এ স্ট্যাটাসে চলতি বছরটি (২০২০) শুভ নয় বলেও মন্তব্য করেছেন তিনি। মুশফিক লিখেন, ‘বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে নিরীহ মানুষ প্রাণ হারানোর সংবাদ পেয়ে হতবাক ও শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলেহি রাজিওন। বছরটি (২০২০ সাল) এখন পর্যন্ত খুব ভালো বছর নয়...’

হৃদয় বিদারক ও মর্মান্তিক একটি দুর্ঘটনা উল্লেখ করে টাইগার পেসার রুবেল হোসেন তার ফেসবুকে লিখেন, ‘এসেছিলো স্বপ্নের নগরীতে বেঁচে থাকার আশায়। কে জানত নিজেরাই চলে যাবে স্বপ্নপুরিতে। অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক একটি দুর্ঘটনা...। বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। হে মহান আল্লাহ আপনি সকল নিহতের পরিবারকে এই শোক সামলে ওঠার শক্তি দান করুন।#আমিন।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এখনও করোনা মুক্ত নন মাশরাফি

এখনও করোনা মুক্ত নন মাশরাফি

করোনা মোকাবেলায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

করোনা মোকাবেলায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মাশরাফির সুস্থতা কামনা করে নড়াইলে মন্দিরে প্রার্থনা

মাশরাফির সুস্থতা কামনা করে নড়াইলে মন্দিরে প্রার্থনা

লিভারপুল চ্যাম্পিয়ন, ১৭ বছর পর ভক্তের চুল কর্তন

লিভারপুল চ্যাম্পিয়ন, ১৭ বছর পর ভক্তের চুল কর্তন