বয়স্ক নারীর সাথে হাসিমাখা ছবিটিই কাল হচ্ছিলো হাফিজের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৪ এএম, ১৬ আগস্ট ২০২০
বয়স্ক নারীর সাথে হাসিমাখা ছবিটিই কাল হচ্ছিলো হাফিজের

ছবি : হাফিজের টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া

প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে ইংল্যান্ডে জৈব সুরক্ষার কড়া নিয়ম ভাঙায় অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে আইসোলেশনে পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে শাস্তির শঙ্কাতেও পড়েছিলেন তিনি।

সাউদাম্পটনের যে হোটেলে পাকিস্তানের ক্রিকেটাররা রয়েছেন তার বাইরের একটি গলফ কোর্সে ৯০ বছর বসয়ী নারীর সাথে ছবি তুলে সেটি টুইটারে পোস্ট করেছিলেন হাফিজ। তাও আবার কারো মুখে মাস্ক ছিল না। আর তাতেই হাফিজকে আইসোলেশনে পাঠায় পিসিবি।

গুঞ্জন ওঠে, জৈব সুরক্ষার কড়া নিয়ম ভঙ করায় শাস্তি পেতে পারেন হাফিজ। তবে হাফিজকে কোন শাস্তি দিচ্ছে না পিসিবি। কারণ, আইসোলেশনে থাকা অবস্থায় করোনা পরীক্ষায় হাফিজের রিপোর্ট নেগেটিভ এসেছে।

বুধবার রাতে করোনা পরীক্ষায় নেগেটিভ আসা ছাড়া তার শারীরিক কোন সমস্যাও ধরা পড়েনি। ফলে দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন তিনি।

ইংল্যান্ড সফরে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলবেন হাফিজ। যা ২৮ আগস্ট (শুক্রবার) থেকে শুরু হবে।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জৈব সুরক্ষা কড়া নিয়ম ভঙ করেছিলেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। পরে শাস্তি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট খেলতে পারেননি তিনি। পাঁচ দিন আইসোলেশনে থেকে দু’বার করোনা রিপোর্ট ‘নেগেটিভ’ করে দলের সাথে যোগ দেন আর্চার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড গেলেন করোনামুক্ত পাকিস্তানের ছয়জন

ইংল্যান্ড গেলেন করোনামুক্ত পাকিস্তানের ছয়জন

হাফিজ-করোনা-পিসিবি : পজিটিভ-নেগেটিভ খেলা

হাফিজ-করোনা-পিসিবি : পজিটিভ-নেগেটিভ খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বিদায় নিতে চান হাফিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বিদায় নিতে চান হাফিজ

আবারও নিষিদ্ধ হলেন হাফিজ

আবারও নিষিদ্ধ হলেন হাফিজ