ব্রেইন ক্যান্সারে আক্রান্ত স্টোকসের বাবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০২ এএম, ৩০ আগস্ট ২০২০
ব্রেইন ক্যান্সারে আক্রান্ত স্টোকসের বাবা

ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকসের বাবা জেরার্ড স্টোকস। নিউজিল্যান্ডের হেরাল্ড পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন স্টোকস বাবা জেরার্ড স্টোকস।

২০১৯ সালে প্রোটিয়াদের বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট খেলা দেখতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন স্টোকসের বাবা, মা ও বড় ভাই। বক্সিং ডে টেস্টের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জোহানেসবার্গের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মস্তিষ্কের রক্তক্ষরণের জন্য জোহানেসবার্গে তার সার্জারি করা হয়।

সার্জারি শেষে নিউজিল্যান্ডে ফিরিয়ে আনা হয় নিউজিল্যান্ডের সাবেক এই রাগবি খেলোয়াড়কে। নিউজিল্যান্ডে আসার পর আবারও ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তাররা জানায় তার মস্তিষ্কে বেশ কয়েকটি টিউমার ধরা পড়েছে। যা মূলত ব্রেইন ক্যান্সার।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম হেরাল্পকে স্টোকসের বাবা জেরার্ড স্টোকস বলেন, ‘ওরা (চিকিৎসক) দেখেছে যে আমার ব্রেইনে একাধিক টিউমার রয়েছে। এটা মূলত ব্রেইন ক্যান্সার। এটা কীভাবে হলো তা আমরা কেউ জানি না। স্পষ্টতই, জীবনে আমার মাথায় কয়েকটা বাজ লেগেছে, সম্ভবত এটি ঘটার পিছনে এটিরই অবদান ছিল।’

বাবার এমন অসুস্থতার খবর শুনে পারিবারিক কারণ দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শেষেই নিউজিল্যান্ডে চলে যান স্টোকস। যে কারণে খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে শেষ দুই টেস্ট। এমনি খেলা হচ্ছে না পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মানসিক দিক বিবেচনা করে সিরিজের মাঝ পথে দল ছেড়ে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল বলে মনে করেন স্টোকস।

তিনি বলেন, ‘আমি এক সপ্তাহ ধরে ঠিক মতো ঘুমাতে পারছি না। আমার মস্তিষ্ক ঠিকভাবে চলছিল না। মানসিক দিক বিবেচনা করলে দল ছেড়ে আসা সঠিক সিদ্ধান্ত ছিল।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধুর পরিবারই দেশের ক্রীড়াঙ্গনের বাতিঘর : ক্রীড়া প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর পরিবারই দেশের ক্রীড়াঙ্গনের বাতিঘর : ক্রীড়া প্রতিমন্ত্রী

বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ করোনা আক্রান্ত

বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ করোনা আক্রান্ত

বাবা ছিলেন ঠেলাগাড়ি চালক, মেয়ে জিতলেন খেলরত্ন পুরস্কার

বাবা ছিলেন ঠেলাগাড়ি চালক, মেয়ে জিতলেন খেলরত্ন পুরস্কার

আলাইনার ছবিতে বাজে মন্তব্য নিয়ে মুখ খুললেন শিশির

আলাইনার ছবিতে বাজে মন্তব্য নিয়ে মুখ খুললেন শিশির