মারা গেলেন বাংলাদেশ নারী দলের সাবেক কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১১ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২০
মারা গেলেন বাংলাদেশ নারী দলের সাবেক কোচ

ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক ইংলিশ কোচ ডেভিড ক্যাপেল (৫৭) মারা গেছেন। দুই বছর ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে নর্দাম্পটনের নিজ বাসায় বুধবার (২ সেপ্টেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশের নারী ক্রিকেটের অবদান রাখা কোচ ডেভিড ক্যাপেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশে নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

ক্যাপেলের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল থাইল্যান্ড এশিয়া কাপে। কোচিংয়ের শেষটা সাউথ আফ্রিকা সফরে সিরিজে জয়হীন ছিল টিম টাইগ্রেস। যার ফলে একরাশ হতাশা নিয়ে শেষ হয় ইংলিশ কোচের বাংলাদেশ অধ্যায়। পরে তার স্থলাভিষিক্ত হন ভারতীয় কোচ অঞ্জু জৈন।
sportsmail24
ইংল্যান্ডের হয়ে ১৫ টেস্ট ও ২৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ক্যাপেল। ইংলিশ এ অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার খুব সমৃদ্ধ না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটে-বলে তার বেশ অবদান রয়েছে।

ডেভিড ক্যাপেলের চলে যাওয়ার সংবাদে ইসিবির চিফ এক্সিকিউটিভ টম হ্যারিসন বলেছেন, ইংলিশ ক্রিকেট পরিবার এবং বিশেষত নর্থহান্টসের সাথে সংযুক্তদের জন্য এটি অত্যন্ত বিস্ময়কর এবং দুঃখজনক সংবাদ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ

ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ

ঝুঁকি নিয়ে কেন আইপিএল, জানালেন সৌরভ

ঝুঁকি নিয়ে কেন আইপিএল, জানালেন সৌরভ

দুটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাহানারা

দুটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাহানারা

নিজ দেশে দায়িত্ব নিলেন বাংলাদেশ নারী দলের কোচ

নিজ দেশে দায়িত্ব নিলেন বাংলাদেশ নারী দলের কোচ