দুই পা কেটে ফেলতে হয়েছে ইতালির সাবেক ডিফেন্ডারের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৪ ডিসেম্বর ২০২০
দুই পা কেটে ফেলতে হয়েছে ইতালির সাবেক ডিফেন্ডারের

করোনা আক্রান্ত হয়ে শারীরিক জটিলতায় পড়ে দুটি পা’ই কেটে ফেলতে হলো ইতালি ও ইন্টার মিলানের সাবেক ডিফেন্ডার মাউরো বেলুগির। কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ৪ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭০ বছর বয়সি বেলুইগি। তবে তারা শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুটি পা বিচ্ছেদে বাধ্য হন চিকিৎসকরা।

১৯৭১ সালের নভেম্বরে ইউরোপীয় কাপে ইন্টারের হয়ে গোল করা বেলুইগি বলেছেন, ‘তারা আমার সেই পা দুটি কেটে দিয়েছে, যে পা দিয়ে আমি বরুশিয়া মনচেনগ্লাবাচের বিপক্ষে গোল করেছিলাম।’
sportsmail24
ওয়াশিংটনে দ্বিবার্ষিক ফুটবল কাপে পেলের বিপরীতে মাউরো বেলুগি, ২৩ মে ১৯৭৬। ছবি : এপি

১৯৬০ ও ৭০ এর দশকে বোলনিয়া ও নাপোলিতে খেলা বেলুইগি পরে ফুটবল বিশ্লেষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি এক সাংবাদিককে মজা করে বলেন, ‘এখন আমি অস্কার পিস্টোরিয়াসের মতো নকল পা লাগাব, যা দিয়ে টেলিভিশন স্টুডিওতে আপনাকে পাশ কাটিয়ে যেতে পারব।’

১৯৭১ সালে ইন্টার মিলানের হয়ে সিরি-এ শিরোপা জয় করেছিলেন বেলুইগি। এছাড়া ইতালির জাতীয় ফুটবল দলের হয়ে ১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন করে হুমকির মুখে ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর

নতুন করে হুমকির মুখে ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

রোনালদিনহোর মা করোনা আক্রান্ত

রোনালদিনহোর মা করোনা আক্রান্ত

পেলের রেকর্ডে মেসির স্পর্শ

পেলের রেকর্ডে মেসির স্পর্শ