বঙ্গবন্ধু ম্যারাথন : ঢাকা আসছেন বিদেশি দৌড়বিদরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২১
বঙ্গবন্ধু ম্যারাথন : ঢাকা আসছেন বিদেশি দৌড়বিদরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ১০ জারুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’। ম্যারাথনে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন বিদেশি দৌড়বিদরা। আশা করা যাচ্ছে, শুক্রবারের মাঝে বিদেশি সব প্রতিযোগি ঢাকা চলে আসবেন।

ম্যারাথন আয়োজনের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে কথা বলেন সেনা সদরের আইটি পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আমিনুল হক। এ সময় আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমেদ খান, এমটি পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মো. শওকত ওসমান, স্পোর্টস ভিশন লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইফুর রহমান এবং অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু উপস্থিত ছিলেন।

১০ জানুয়ারি ফুল ও হাফ দুই ক্যাটাগরিতে রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে ম্যারাথন। ফুল ম্যারাথনের দৈর্ঘ্য হবে ৪২.১৯৫ কিলোমিটার। হাফ ম্যারথনের দৈর্ঘ্য হবে ২১. ৩৯৭ কিলোমিটার।

বাংলাদেশ আর্মি স্টেডিয়াম-কাকলী রেল ক্রসিং-কামাল আতাতুর্ক এভিনিউ- গুলশান-২ ও ১-পুলিশ প্লাজা-হাতিরঝিল (সম্পূর্ণ হাতিরঝিল চার চক্কর দিয়ে শেষ হবে) হবে ম্যারাথনের রুটম্যাপ। সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ফুল ম্যারাথনে অংশ নেবেন ১০০ জন। হাফ ম্যারাথনেও অংশ নেবেন সমান সংখ্যক দৌড়বিদ। যা শুরু হবে সকাল ৬টা ৪০ মিনিটে।

অংশ নিতে আগ্রহী সকল দৌড়বিদদের ৮ জানুয়ারি করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল তারা ম্যারাথনে অংশ নিতে পারবেন। ম্যারাথনে অংশ গ্রহণকারী বিদেশি অ্যাথলেটদের মধ্যে ফুল ম্যারাথনে ৩১ জন ও হাফ ম্যারাথনে ৬ জন অংশ নেবেন।

ব্রিগেডিয়ার জেনারেল একেএম আমিনুল হক বলেন, ‘এ ম্যারাথন অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিসটেন্স রেসেস (এইমস) এবং আন্তর্জাতিক অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের (এএএ) অনুমোদন পাওয়া গেছে। ১০ জানুয়ারি ফুল ও হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে এবং ৭ মার্চ পর্যন্ত ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হবে। প্লে স্টোর থেকে একটি অ্যাপ নামিয়ে অংশ নিতে পারবেন দৌড়বিদরা। ইতোমধ্যে প্রায় দেড় লাখ আবেদন পেয়েছি। আমাদের লক্ষ্য ১০ লাখ আবেদন।’

ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন এবং মরক্কো থেকে এলিট রানার এবং মালদ্বীপ, নেপাল, পাকিস্তান থেকে সাফ রানারসহ মোট ৩৭ জন বিদেশি দৌড়বিদ অংশ নেবেন। ফুল ম্যারাথনে পুরুষ ও নারী দু’বিভাগেই বিদেশি এলিট বিভাগে চ্যাম্পিয়ন ১৫ হাজার মার্কিন ডলার করে, রানারআপ ১০ হাজার ডলার করে, তৃতীয় পাঁচ হাজার ডলার করে, চতুর্থ চার হাজার করে, পঞ্চম তিন হাজার, ষষ্ঠ দুই হাজার এবং সপ্তম স্থান অর্জনকারী এক হাজার ডলার করে পুরস্কার পাবেন।

সার্ক এবং দেশি পুরুষ ও নারী দৌড়বিদদের মধ্যে চ্যাম্পিয়নরা ৫ লাখ টাকা করে, রানারআপরা চার লাখ করে, তৃতীয় হওয়া তিন লাখ, চতুর্থ স্থান অর্জনকারী দুই লাখ এবং পঞ্চমস্থান অর্জনকারী এক লাখ টাকা করে পাবেন।

হাফ ম্যারাথনে পুরুষ ও নারী দু’বিভাগেই বিদেশি এলিট বিভাগের চ্যাম্পিয়ন দু’হাজার সাতশ’ ৫০ মার্কিন ডলার, রানারআপ এক হাজার পাঁচশ’ ডলার এবং তৃতীয় হওয়া দৌড়বিদ পাবেন সাতশ’ পঞ্চাশ মার্কিন ডলার। দেশিদের মধ্যে চ্যাম্পিয়নরা আড়াই লাখ টাকা করে, রানারআপ দু’লাখ, তৃতীয় দেড় লাখ এবং চতুর্থ ও পঞ্চমস্থান অর্জনকারীরা পাবেন যথাক্রমে ১০ হাজার টাকা করে। বিদেশিদের জন্য হোটেল রিজেন্সিতে আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সৌরভ গাঙ্গুলিকে নিয়ে সুসংবাদ দিলেন দেবী শেঠী

সৌরভ গাঙ্গুলিকে নিয়ে সুসংবাদ দিলেন দেবী শেঠী

অলিম্পিক নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো জাপান

অলিম্পিক নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো জাপান

নেগেটিভদের নিয়ে কোহলির পজিটিভ আড্ডা

নেগেটিভদের নিয়ে কোহলির পজিটিভ আড্ডা

১০ উইকেট শিকারের নজির গড়লেন বিকেএসপির সাবেক ক্রিকেটার

১০ উইকেট শিকারের নজির গড়লেন বিকেএসপির সাবেক ক্রিকেটার