নেগেটিভদের নিয়ে কোহলির পজিটিভ আড্ডা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ পিএম, ০২ জানুয়ারি ২০২১
নেগেটিভদের নিয়ে কোহলির পজিটিভ আড্ডা

প্রথমবারের মতো বাবা হতে যাওয়া ভারতের ক্রিকেট অধিনায়ক এখন ক্রিকেট থেকে দূরে রয়েছেন। দেশের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও কোহলি সময় দিচ্ছেন সন্তানসম্ভবা স্ত্রী আনুষ্কা শর্মাকে। নতুন বছরের কয়েক দিনের মধ্যেই হয়তো সেই খুশির সংবাদটি জানিয়ে দেবেন এ তারকা দম্পতি।

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম ও একমাত্র দিবা-রাত্রির টেস্ট খেলেই স্ত্রীর কাছে চলে গেলেন কোহলি। কোহলির নেতৃত্বে দিবা-রাত্রির টেস্টটি খুব বাজেভাবে হেরেছে ভারত। নিজের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত। যা দেশটির টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড।

প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও দ্বিতীয় ম্যাচে আজিঙ্কা রাহানের নেতৃত্বে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ভারত। প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকেও ঠিক ৮ উইকেটে হারিয়ে সিরিজে সময়তায় ফিরে ভারত। এখন দু’দলেরই প্রধান লক্ষ্য সিরিজের লিড নেওয়া।

এদিকে সন্তানসম্ভবা স্ত্রীকে পাশে পাওয়ার পাশাপাশি ছুটিকালীন সময়ে একটি নতুন বছরও পেয়েছেন বিরাট কোহলি। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কবলে পড়ে ২০২০ সাল সকলের জন্য বিষাক্ত উঠা বছর শেষে নতুন বছরের পা রেখেছে বিশ্ব। এমন একটি উপলক্ষে আড্ডায় মেতে উঠতে ভুল করেননি কোহলি। যদিও করোনার কারণে খুব বেশি বড় আয়োজনে মিলিত হওয়া সম্ভব হয়নি।
sportsmail24
করোনাভাইরাসে যারা নেগেটিভ এমন কাছের মানুষদের নিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তারকা দম্পতি, দিয়েছেন আড্ডাও। সেই আড্ডা ছবি স্যোশাল মিডিয়াতেও প্রকাশ করেছেন বিরাট কোহলি। যেখানে ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘যেসব বন্ধুদের পরীক্ষার ফল নেগেটিভ তারাই একসাথে পজেটিভ সময় ব্যয় করে।’

কোহলির এ ক্যাপশনে দারুণ একটি বার্তাও রয়েছে। যারা করোনা পজিটিভ নন, তারা একসাথে সময় ব্যয় করতে বা আড্ডা দিতে পারেন। তবে যারা করোনা পজিটিভ তারা চাইলেও তা করতে পারবেন না। অর্থাৎ, কোহলির এ বার্তায় করোনা থেকে বাঁচতে সচেতন থাকার উপর যথেষ্ট গুরুত্বারোপ করা হয়েছে।

কোহলির পুরো ক্যাপশনটি হলো, ‘যেসব বন্ধুদের পরীক্ষার ফল নেগেটিভ তারাই একসাথে পজেটিভ সময় ব্যয় করে। নিরাপদ পরিবেশে বন্ধুদের সাথে বাড়িতে একত্রিত হওয়ার মতো আর কিছুই নেই। এ বছরটি (২০২১) অনেক আশা, আনন্দ, সুখ এবং সুস্বাস্থ্য নিয়ে আসতে পারে। নিরাপদ থাকো! #হ্যাপিনিউইয়ার২০২১।’

কোহলি দম্পতির আড্ডায় স্ত্রীসহ ভারতের আরেক ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকেও দেখা গেছে। তিনিও সম্প্রতি বাবা হয়েছেন। ফলে অস্ট্রেলিয়া সফরে পান্ডিয়াও দলের সাথে নেই। আর এমন সময়ে বিরাট কোহলির আড্ডাটাও তিনি মিস করেননি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অভিষেকেই সিরাজের রেকর্ড, নজর কাড়লেন শুভমানও

অভিষেকেই সিরাজের রেকর্ড, নজর কাড়লেন শুভমানও

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলো ভারত

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলো ভারত

৬২ মিনিটে ১০ কিলোমিটার দৌড়ালেন অন্তঃসত্ত্বা অঙ্কিতা

৬২ মিনিটে ১০ কিলোমিটার দৌড়ালেন অন্তঃসত্ত্বা অঙ্কিতা

কিংবদন্তি জোন্সকে অভিনব উপায়ে শ্রদ্ধা

কিংবদন্তি জোন্সকে অভিনব উপায়ে শ্রদ্ধা