অলিম্পিক নিয়ে জাপানের গণমাধ্যমের সংবাদ ‘মিথ্যা’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৬ এএম, ১৪ জানুয়ারি ২০২১
অলিম্পিক নিয়ে জাপানের গণমাধ্যমের সংবাদ ‘মিথ্যা’

জাপানের রাজধানী টোকিওতে গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমস। তবে করোনার কারণে সেটি সম্ভব হয়নি। যে কারণে পিছিয়ে নতুন সূচি করা হয়েছে। যা চলতি বছরের আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ‘টোকিও অলিম্পিক বাতিল করা হয়েছে।’ তবে বিষয়টিকে ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করেছেন টোকিওর আয়োজকরা। জনমত জরিপে অলিম্পিক আয়োজনে জোড়ালো সমর্থন পেয়েছে জানিয়ে টোকিওর আয়োজকরা বলেছেন, ‘গেমস বাতিলের সিদ্ধান্ত’ বলে প্রকাশিত খবর পুরোপুরি ‘মিথ্যা’।

কর্মীদের উদ্দেশ্যে নববর্ষের বক্তব্যে টোকিও ২০২০ গেমসের প্রধান নির্বাহী (সিইও) তোশিরো মুটো প্রকাশিত কিয়োডো নিউজ জরিপের রিপোর্টকে উদ্বৃত করেছেন। সেখানে বলা হয়, জরিপে অংশ নেওয়া ৪৫ শতাংশ মানুষ চায় ২০২০ গেমসটি আরও বিলম্বিত হোক। আর ৩৫ শতাংশ পুরো আয়োজনটিই বাতিলের পক্ষে।

মুটো বলেন, ‘যারা এই গেমসটি বাতিল চাইছেন তাদের সংখ্যা ৫ শতাংশ বেড়েছে। এই গেমসটি স্থগিত করার পক্ষে সমর্থনও বেড়েছে। এর মানে ওই লোকগুলো চায় গেমসটি হোক। আমরাও চাই এটি হোক।’

তিনি আরও বলেন, ‘আমাদের অ্যান্টি ভাইরাস ব্যবস্থাসহ গেমসটির নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে । আপনি যদি ওই বিষয়গুলোকেও ভাবনার মধ্যে আনেন তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আরও বেশি সংখ্যক লোক সমর্থনে পাশে দাঁড়াবে।’

জাপানের গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন মুটো। সেখানে দাবি করা হয়, গেমস বাতিল নিয়ে ফেব্রুয়ারিতে আলোচনায় বসবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও টোকিও ২০২০ আয়োজকরা।

মুটো বলেন, ‘ওই জাতীয় রিপোর্টগুলো প্রকাশিত হলে কিছু মানুষ উদ্বিগ্ন হয়ে যায় । আমি বলতে চাই, আমরা সেই পথে কিছু ভাবছি না। তাই ওই রিপোর্টগুলো ভিত্তিহীন বলছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিক নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো জাপান

অলিম্পিক নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো জাপান

৬২ মিনিটে ১০ কিলোমিটার দৌড়ালেন অন্তঃসত্ত্বা অঙ্কিতা

৬২ মিনিটে ১০ কিলোমিটার দৌড়ালেন অন্তঃসত্ত্বা অঙ্কিতা

কাতার বিশ্বকাপ ও টোকিও অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

কাতার বিশ্বকাপ ও টোকিও অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

তিন ভারোত্তোলককে আইওসি’র অযোগ্য ঘোষণা

তিন ভারোত্তোলককে আইওসি’র অযোগ্য ঘোষণা