টুইট করে স্পন্সর পাওয়া বার্ল এখন বিপদে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৪ এএম, ২৮ মে ২০২১
টুইট করে স্পন্সর পাওয়া বার্ল এখন বিপদে

এক সময়ের দাপুটে জিম্বাবুয়ে আজ সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়ার পথে। আর্থিক দূরাবস্থার কারণে তাদের ক্রিকেট যেন চলছে থেমে থেমে। সেই অবস্থা তুলে ধরে টুইটারে টুইট করে ব্যাপক সাড়া পেয়েছিলেন জিম্বাবুয়ে ক্রিকেটার রায়ান বার্ল। বার্ল এর সেই আবেদনে সাড়া দিয়েছিল পুমা ব্র্যান্ডও। তবে বার্ল এর এমন কীর্তি ভালো নজরে দেখেনি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

কিছুদিন আগে ছেড়া জুতার ছবি টুইট করে নিজেদের আক্ষেপের কথা তুলে ধরেছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার রায়ান বার্ল। তিনি টুইটে বলেছিলেন, এক স্পন্সর থাকলে হয়তো সিরিজ শেষে জুতা ঠিক করতে কষ্ট হত না তাদের। এ টুইটে সাড়া দিয়েছিল বিখ্যাত স্পোর্টস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান পুমা।

আরও পড়ুন: ‘আমারও অল্প বয়সী দুটি মেয়ে আছে’

রায়ান বার্লের এ পোস্ট দেখে এগিয়ে আসে বিশ্ববিখ্যাত স্পোর্টস নির্মাতা সামগ্রী প্রতিষ্ঠান পুমা। তাঁরা বার্লের টুইটের উত্তরে জানায়, ‘তোমার জুতা সারানোর আঠা সরিয়ে রাখার সময় এসেছে। তোমার দেখভাল এখন আমরা করবো।‘

এরপরই পুমা বার্ল সহ পুরো দলের খেলোয়াড়দের জন্য জুতা স্পন্সর করে। এতদিন নীরব থাকলেও এবার এ নিয়ে কথা বলেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সরাসরি গণমাধ্যমের সাথে কথা না বললেও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বার্ল এর এহেন কান্ডে প্রচুর অখুশি।

আরও পড়ুন: প্রস্তুতির ঘাটতি রেখেই কাতার যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল

জিম্বাবুয়ের প্রসিদ্ধ সাংবাদিক অ্যাডাম থিও জানান, ‘জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের কর্তারা জানিয়েছেন বার্লের এই স্পন্সরশীপ আবেদনে তাঁরা অত্যন্ত অখুশি। তাঁদের মতে বার্লের এই আবেদন ক্রিকেট সংস্থার ভাবমূর্তি নষ্ট করেছে। জানানো হয়েছে বার্লের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কখনো ভাবিনি দুই নম্বরে আসবো : মিরাজ

কখনো ভাবিনি দুই নম্বরে আসবো : মিরাজ

শ্বাসরুদ্ধকর ফাইনাল, ম্যানইউকে হারিয়ে ভিলারিয়ালের শিরোপা

শ্বাসরুদ্ধকর ফাইনাল, ম্যানইউকে হারিয়ে ভিলারিয়ালের শিরোপা

বায়োপিক নির্মাণে কত টাকা নিয়েছিলেন ধোনি?

বায়োপিক নির্মাণে কত টাকা নিয়েছিলেন ধোনি?

পিছলে পড়ে ইনজুরি, সিরিজ হাতছাড়া ফোকসের

পিছলে পড়ে ইনজুরি, সিরিজ হাতছাড়া ফোকসের