দুই বছরের চুক্তি দুই মাসেই ইতি টানলেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ পিএম, ০২ জুন ২০২১
দুই বছরের চুক্তি দুই মাসেই ইতি টানলেন মাশরাফি

‘এসপিসি গ্রুপ’-এর সাথে শুভেচ্ছা দূত হিসেবে দুই বছরের চুক্তি করেছিলেন টাইগার ক্রিকেটারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে সেই চুক্তি থেকে সরে দাঁড়ালেন তিনি। চুক্তির তথ্যে গড়মিল থাকায় দুই বছরের চুক্তি দুই মাসেই ইতি টানলেন মাশরাফি। শুধু তাই নয়, এ বিষয়ে কোম্পানিটিকে উকিল নোটিশও পাঠিয়েছেন তিনি।

গত এপ্রিলে ‘এসপিসি গ্রুপ’ এর সাথে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন মাশরাফি। যেখানে সেই গ্রুপ মাশরাফির ছবি কিংবা ভিডিও ব্যবহার করে তাদের প্রচারণা চালাতে পারত। বিনিময়ে নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করার কথা ছিল এসপিসি গ্রুপের।

কিন্তু মাশরাফিকে তারা তাদের ব্যবসা সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়েছিল অভিযোগ এনে মঙ্গলবার (১ জুন) তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তু নেয় মাশরাফি। একই সাথে তাদেরকে উকিল নোটিশ পাঠানো হয়েছে বলেও জানান মাশরাফি। আইনিগত উপায়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার জন্যও তিনি কাজ করছে বলে নিজের ফেসবুক পেইজে জানান তিনি।

মাশরাফি তার পোষ্টে লিখেন, 'গত এপ্রিলে আমি ‘SPC GROUP’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম।
তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, 'শুভেচ্ছা দূত' হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে। বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে।'

তিনি আরও লিখেন, 'কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারনা আমাকে দেওয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়। দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।'

মাশরাফি আরও যোগ করেন, 'ইতিমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনী প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। আমি সবাইকে অনুরোধ করব, আমার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১৪ দলে ওয়ানডে, ২০ দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ

১৪ দলে ওয়ানডে, ২০ দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপ সিদ্ধান্তে ভারতের কাঁধেই দায়িত্ব দিল আইসিসি

বিশ্বকাপ সিদ্ধান্তে ভারতের কাঁধেই দায়িত্ব দিল আইসিসি

আইসিসির সেরা দশে স্কটিশ তারকা ক্যাথরিন ব্রাইস

আইসিসির সেরা দশে স্কটিশ তারকা ক্যাথরিন ব্রাইস

ডিপিএলের নতুন সময়-সূচি প্রকাশ

ডিপিএলের নতুন সময়-সূচি প্রকাশ