করোনা প্রতিরোধে মাশরাফির ব্যতিক্রমী উদ্যোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৯ এএম, ০২ জুলাই ২০২১
করোনা প্রতিরোধে মাশরাফির ব্যতিক্রমী উদ্যোগ

দেশের জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ক্রিকেট মাঠে যেমন ছিলেন জনপ্রিয়, রাজনীতি ময়দানেও তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনার এই ঊর্ধ্বমুখী সময়ে করোনা প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করলেন সাবেক এই ক্রিকেটার।

মাশরাফি তার নিজস্ব তহবিল থেকে করোনা প্রতিরোধে তার নির্বাচনী এলাকা নড়াইল ও লৌহগড়ায় করোনা প্রতিরোধক ছয়টি বুথ স্থাপন করেন। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই বুথ থেকে যে কেউ হাত স্যানিটাইজ করার পাশাপাশি মাস্ক নিয়ে ব্যবহার করতে পারবে। দেশের এই দুঃসময়ে মাশরাফির এমন মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সকলের।

করোনা প্রতিরোধক বুথ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, মাশরাফির বাবা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মর্তুজা স্বপন।

উল্লেখ্য যে, মাশরাফি তার সফল ক্রিকেটীয় ক্যারিয়ারের ইতি টেনে রাজনীতির সাথে যুক্ত হউন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শক পূর্ণ গ্যালারিতে লর্ডসে ফিরছে ক্রিকেট

দর্শক পূর্ণ গ্যালারিতে লর্ডসে ফিরছে ক্রিকেট

নতুন সহকারী কোচ পেলেন স্মিথরা

নতুন সহকারী কোচ পেলেন স্মিথরা

নভেম্বরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে 'এ' দল

নভেম্বরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে 'এ' দল

ক্রিকেটকে ‘বিদায়’ জানাবেন রস টেইলর

ক্রিকেটকে ‘বিদায়’ জানাবেন রস টেইলর