যেকোন আসরেই দেশের পতাকা বহন করা বড় কিছু : আরিফুল

মো. রাকিবুল হক মো. রাকিবুল হক প্রকাশিত: ০৪:৩৮ এএম, ১৮ জুলাই ২০২১
যেকোন আসরেই দেশের পতাকা বহন করা বড় কিছু : আরিফুল

আর কিছুদিন পরই পর্দা উঠছে টোকিও অলিম্পিকের। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ছয় অ্যাথলেট। আর্চারি, শুটিং, অ্যাথলেটিকস ও সাঁতার ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন তারা। এবারের অলিম্পিকে মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন ২০১৯ এসএ গেমসে দুইটি রুপাজয়ী সাঁতারু আরিফুল ইসলাম।

সাঁতারু আরিফুল ইসলাম ছাড়াও এবারের অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন আর্চারিতে রোমান সানা ও দিয়া সিদ্দীকি, শুটিংয়ে আব্দুল্লাহ হেল বাকি, অ্যাথলেটিকসে জহির রায়হান, সাঁতারে জুনাইনা আহমেদ। অলিম্পিকের মতো বড় আসরে নিজ দেশের পতাকা বহন করতে পেরে দারুণ উচ্ছ্বসিত আরিফুল।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্পোর্টসমেইল২৪ কে আরিফুল বলেন, 'অলিম্পিকের মতো আসরে দেশের পতাকা বহন করার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু অলিম্পিক নয়, যে কোন আসরেই দেশের পতাকা বহন করা ব্যক্তিগতভাবে বড় কিছু।'

টোকিওতে পতাকা বহন করতে যাওয়া আরিফুল বর্তমানে আছেন ফ্রান্সে। সেখান থেকেই তিনি আসরে অংশ নেয়ার জন্য জাপান পৌঁছাবেন। বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের মানুষকেও ফ্রান্সের জনগণও সু-নজরে দেখে বলে জানান আরিফুল।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এ পতাকাটা অর্জন করেছি। ফ্রান্সেও আমাদের দেশকে খুব সম্মান করা হয়। মানুষজন বলে আমাদের পতাকাটা রক্তের বিনিময়ে এসেছে। আমাদের কোচ-স্টাফরা খুবই খুশি,  আমি দেশের পতাকা বহন করব। আর ওরা আমাদের অনেক ইতিহাসই জানে।'

অলিম্পিকের মতো আসরের জন্য দীর্ঘদিন ধরেই ফ্রান্সে প্রস্তুতি নিচ্ছেন আরিফুল। এত বড় আসরে অংশ নেয়ার আগে নিজেকে পুরোপুরি ফিট রাখাই তার মূল লক্ষ্য। আসন্ন অলিম্পিকে আরিফুলের লক্ষ্য নিজের সেরাটা দেওয়ার।

তিনি বলেন, 'অলিম্পিকের জন্য প্রায় ছয় সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। অলিম্পিকে লক্ষ্য থাকবে নিজের সেরাটা দেয়ার। অলিম্পিকের মতো বড় আসরে নিজের সেরাটা করতে পারলে সেটাই হবে অনেক বড় প্রাপ্তি।'

সাঁতার নিয়ে আরিফুল খুব আশাবাদী না হলেও আর্চারির প্রতি তার রয়েছে বিশেষ নজর। কারণ তিনি মনে করেন আর্চারি দ্বারাই সম্ভব আন্তর্জাতিক পর্যায়ে পদক নিয়ে আসা।

আরিফুল বলেন, 'আর্চারির রোমান সানা ভাই দারুণ। ওনার মতো খেলোয়াড় বাংলাদেশে আসবে কিনা সন্দেহ। উনার যে অর্জন তা অনেক বড় মাপের। আশা করি আর্চারিতে উনি আরও ভালো ফল নিয়ে আসবে। আর্চারির দ্বারাই সম্ভব আন্তর্জাতিক পর্যায়ে পদক নিয়ে আসা।'

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন কারবার

অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন কারবার

অলিম্পিকে খেলছেন না ফেদেরার

অলিম্পিকে খেলছেন না ফেদেরার

ভারতীয় তরুণের হাত ধরে যুক্তরাষ্ট্রের উইম্বলডন জয়

ভারতীয় তরুণের হাত ধরে যুক্তরাষ্ট্রের উইম্বলডন জয়

রেকর্ডের দ্বারপ্রান্তে সানিয়া মির্জা

রেকর্ডের দ্বারপ্রান্তে সানিয়া মির্জা