২০৩২ অলিম্পিকের আয়োজক শহর ব্রিসবেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩০ এএম, ২২ জুলাই ২০২১
২০৩২ অলিম্পিকের আয়োজক শহর ব্রিসবেন

করোনাভাইরাস মহামারির কারণে এক বছর পিছিয়ে চলতি বছর আয়োজিত হচ্ছে টোকিও অলিম্পিক। আনুষ্ঠানিক ভাবে ২৩ জুলাই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের আসর শুরু হলেও বুধবারই (২১ জুলাই) মাঠে গড়িয়েছে অলিম্পিকের আসর। ইতিমধ্যে ২০৩২ অলিম্পিকের আসরের জন্য আয়োজক শহর নির্ধারণ করেছে ইন্টারন্যাশন্যাল অলিম্পিক কমিটি (আইওসি)।

আইওসি বুধবার (২১ জুলাই) ব্রিসবেনকে ২০৩২ সালের অলিম্পিকের আয়োজক শহর হিসেবে ঘোষণা করে। আইওসিতে ভোটাভুটির মাধ্যমে ৭১-৫ ভোটে জয়লাভ করে ব্রিসবেন। এর মাধ্যমে ৩২ বছর পর অলিম্পিক অস্ট্রেলিয়ার মাটিতে ফিরবে।

এর আগে ২০০০ সালে অস্ট্রেলিয়ার শহর সিডনিতে বসেছিল অলিম্পিকের আসর। এছাড়াও ১৯৫৬ সালে প্রথমবারের অস্ট্রেলিয়ার মাটিতে অলিম্পিক আয়োজিত হয়। সেবার আয়োজক শহর ছিল মেলবোর্ণ।

তৃতীয়বারের মত অস্ট্রেলিয়া অলিম্পিকের আয়োজক দেশ নির্বাচিত হওয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া জানে কিভাবে একটি সফল আয়োজন সম্পন্ন করতে হয়। অলিম্পিক আয়োজন করা শুধু ব্রিসবেন বা কুইন্সল্যান্ড নয় পুরো অস্ট্রেলিয়ার জন্য ঐতিহাসিক একটা দিন।’

এছাড়াও ২০২৪ এবং ২০২৮ সালের অলিম্পিকের আয়োজক শহর হিসেবে যথাক্রমে প্যারিস এবং লস অ্যাঞ্জেলসকে নির্ধারণ করেছে আইওসি।

ব্রিসবেন ছাড়াও ২০৩২ অলিম্পিক আয়োজন করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল ইন্দোনেশিয়া, জার্মানি, চীন, হাঙ্গেরি এবং কাতারের রাজধানী শহর। ২০৩২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ছাড়াও ২০৩১ প্যারা অলিম্পিকও আয়োজন করবে ব্রিসবেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে দেখা মিললো উগান্ডার ‘নিখোঁজ’ অ্যাথলেটের

অবশেষে দেখা মিললো উগান্ডার ‘নিখোঁজ’ অ্যাথলেটের

উদ্বোধনী দিনেই অলিম্পিকে মাঠে নামছেন রোমান সানা

উদ্বোধনী দিনেই অলিম্পিকে মাঠে নামছেন রোমান সানা

মন্ত্রী হয়েও ক্রিকেট মাঠে মনোজ তিওয়ারি

মন্ত্রী হয়েও ক্রিকেট মাঠে মনোজ তিওয়ারি

অধিনায়ক তামিম ইকবালের প্রথম সেঞ্চুরি

অধিনায়ক তামিম ইকবালের প্রথম সেঞ্চুরি