অধিনায়ক তামিম ইকবালের প্রথম সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৩ এএম, ২১ জুলাই ২০২১
অধিনায়ক তামিম ইকবালের প্রথম সেঞ্চুরি

অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এটি তার ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। এর আগে করা ১৩ টি সেঞ্চুরির কোনোটিই তিনি অধিনায়ক হিসেবে করেননি। এছাড়াও এটি তামিমের ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরের ৯৪ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ বলে সেঞ্চুরি করেন তামিম ইকবাল। সেঞ্চুরি করার পথে ৭ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বল হাতে প্রথমদিকে বোলারদের ব্যর্থতার কারণে ২৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। ২৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস বেশ ভালোই শুরু করেন। শেষ পর্যন্ত দলীয় ৮৮ রানের মাথায় ব্যক্তিগত ৩২ রানে ফিরে যান লিটন দাস।

লিটন দাসের বিদায়ের পর আগের ম্যাচের নায়ক সাকিবের সাথে তামিম গড়ে তোলেন ৫৯ রানের জুটি। এরপর সাকিবের বিদায়ের পরও নিজের ব্যাটিংয়ের কোনো পরিবর্তন আনেননি তামিম ইকবাল।

অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের ১২তম ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেলেন তামিম। তবে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে এটি তার ৯ম ওয়ানডে। ২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজে তিন ম্যাচের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

ইনিংসের ৩০তম ওভারে টেন্ডাই চাতারাকে বাউন্ডারি হাঁকিয়ে নিজের ১৪তম সেঞ্চুরি তুলে নেন তামিম। সেঞ্চুরি করার পথে ৭ চার এবং ৩ ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত তামিমের ইনিংস থামে ১১২ রানে। এ ইনিংস খেলার পথে ৭ বাউন্ডারির পাশাপাশি ৩ ছক্কা হাঁকান। জিম্বাবুয়ের বোলার ডোনাল্ড তিরিপানোর বলে উইকেটরক্ষক রেগিস চাকাভার কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে এটি তামিমের চতুর্থ সেঞ্চুরি। এছাড়াও এটি তামিমের ক্যারিয়ারে দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০১০ সালে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি হাকিয়েছিলেন তামিম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বড় দুই জুটিতে জিম্বাবুয়ের বড় সংগ্রহ

বড় দুই জুটিতে জিম্বাবুয়ের বড় সংগ্রহ

দুইশ'র মাইলফলক ছুলেন মাহমুদউল্লাহ

দুইশ'র মাইলফলক ছুলেন মাহমুদউল্লাহ

পাল্টে গেল বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ সূচি

পাল্টে গেল বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান ল্যাবুশেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান ল্যাবুশেন