বিতর্কের জেরে অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বরখাস্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৫ এএম, ২৩ জুলাই ২০২১
বিতর্কের জেরে অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বরখাস্ত

টোকিও অলিম্পিকের পর্দা উঠবে পুরো একদিনও বাকি নেই। শুক্রবার (২৩ জুলাই) পর্দা উঠবে বহুল কাঙ্ক্ষিত টোকিও অলিম্পিকের। তবে উদ্বোধনী অনুষ্ঠানের আগ মুহূর্তে অনুষ্ঠানের প্রধান কেন্টারো কোবায়াশিকে বরখাস্ত করার ঘটনা ঘটলো। পুরোনো একটি ‘বিতর্কিত ভিডিও’ সামনে আসায় তাকে বরখাস্ত করা হয়েছে। অবশ্য এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা জানিয়েছেন কেন্টারো কোবায়াশি।

টোকিও অলিম্পিকের আয়োজক কমিটির প্রধান সেইকো হাসিমতো বলেন, ‘একটি পুরোনো ভিডিও আমাদের নজরে এসেছে। সেখানে একটি দুঃখজনক বিষয় নিয়ে মজা করেছিলেন কেন্টারো। এ ভিডিও দেখার পরই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ভিডিওটি প্রায় ২৩ বছর আগের, ১৯৯৮ সালে করা হয়েছিল। সেখানে দেখা যায় একটি হত্যাকান্ড নিয়ে মজা করছেন কেন্টোরো। কাগজের একটি পুতুল নিয়ে কেন্টারো বলেছেন, ‘মনে করুন এটা হত্যাকান্ডের সময়।’

এরপরই কেন্টারো এবং তার সঙ্গীরা হত্যাকান্ডের বিষয়টি নিয়ে ব্যঙ্গ করেছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানায় অলিম্পিকের আয়োজক কমিটি।

বরখাস্ত হওয়ার পর কেন্টারো অবশ্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘ভিডিওটিতে আমি যে চিত্রনাট্য লিখেছিলাম তা ভুল ছিল। আমি ভুলভাবে মানুষকে হাসানোর চেষ্টা করেছিলাম।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে দেখা মিললো উগান্ডার ‘নিখোঁজ’ অ্যাথলেটের

অবশেষে দেখা মিললো উগান্ডার ‘নিখোঁজ’ অ্যাথলেটের

অলিম্পিক ভিলেজেই করোনায় আক্রান্ত তিন দক্ষিণ আফ্রিকান

অলিম্পিক ভিলেজেই করোনায় আক্রান্ত তিন দক্ষিণ আফ্রিকান

২০৩২ অলিম্পিকের আয়োজক শহর ব্রিসবেন

২০৩২ অলিম্পিকের আয়োজক শহর ব্রিসবেন

শেষ মুহূর্তেও ‘বাতিল’ হতে পারে অলিম্পিক

শেষ মুহূর্তেও ‘বাতিল’ হতে পারে অলিম্পিক