অলিম্পিকে ১৩ বছর বয়সী জাপানি কন্যার চমক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৫ এএম, ২৭ জুলাই ২০২১
অলিম্পিকে ১৩ বছর বয়সী জাপানি কন্যার চমক

মাত্র ১৩ বছর বয়সে অলিম্পিক খেলতে এসেই চমক দিলেন জাপানি কন্যা মোমিজি নিশিয়া। অলিম্পিকে প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া স্কেটবোর্ডিংয়ে স্বর্ণপদক জিতেছেন তিনি।

অলিম্পিকে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে স্কেটবোর্ডিং। সোমবার (২৬ জুলাই) আরিয়াক পার্কে মেয়েদের স্কেটবোর্ডিংয়ের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট করে স্বর্ণপদক জিতেছেন এ জাপানি কন্যা।

একই ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন নিশিয়ার সমবয়সী ব্রাজিলিয়ান রাইসা লিলে। ১৪.৬৪ পয়েন্ট তুলে রৌপ্য পদক জিতেছেন তিনি। এছাড়াও ব্রোঞ্জ জিতেছেন ১৬ বছর বয়সী ফুনা নাকাইয়ামা।

তবে ১৩ বছর বয়সে স্বর্ণ পদক জিতেও সর্বকনিষ্ঠ স্বর্ণ পদক জয়ী হতে পারেননি নিশিয়া। স্বর্ণ পদক জয়ের দিন তার বয়স ছিল ১৩ বছর ৩৩০ দিন। অলিম্পিকের ইতিহাসের সর্ব কনিষ্ঠ গোল্ড মেডেলিস্ট মারজোরি গেস্ট্রিং ১৩ বছর ২৬৮ দিন বয়সে স্বর্ণপদক জিতেছিলেন।

১৯৩৬ বার্লিন অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাইভার মারজোরি গেস্ট্রিং এ রেকর্ড গড়েন। তবে সর্বকনিষ্ঠ গোল্ড মেডেলিস্ট না হলেও দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোল্ড মেডেলিস্ট হয়েছেন মোমিজি নিশিয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টোকিও অলিম্পিকে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

টোকিও অলিম্পিকে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

অলিম্পিক ইতিহাসে প্রথম, একদিনে দুই সহোদরের পদক জয়

অলিম্পিক ইতিহাসে প্রথম, একদিনে দুই সহোদরের পদক জয়

অলিম্পিকে মাস্ক পড়া বাধ্যতামূলক করলো আইওসি

অলিম্পিকে মাস্ক পড়া বাধ্যতামূলক করলো আইওসি

টানা তিন স্বর্ণপদকে রেকর্ডবুকে হাঙ্গেরিয়ান অ্যারন সিলাগি

টানা তিন স্বর্ণপদকে রেকর্ডবুকে হাঙ্গেরিয়ান অ্যারন সিলাগি