তিন মিনিটেই স্বর্ণজয় করলেন কসোভোর নোরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪০ এএম, ২৭ জুলাই ২০২১
তিন মিনিটেই স্বর্ণজয় করলেন কসোভোর নোরা

অলিম্পিকে মাত্র তিন মিনিটেই স্বর্ণ জিতলেন কসোভোর জুডোকা নোরা জকোভা। অলিম্পিকে জুডোর ৫৭ কেজির শ্রেণির ফাইনালে সারাহ লিওনিকে সহজেই স্বর্ণ পদক জয় নিশ্চিত করেন তিনি।

সোমবার (২৬ জুলাই) ফাইনালে নোরার প্রতিপক্ষ ছিলেন ফ্রান্সের সারাহ লিওনি কিসিককে। ম্যাচ চলাকালীন ২ মিনিট ৪৫ সেকেন্ডের মাথায় হঠাৎ করেই ডাইভ দেন সারাহ লিওনি। যা কিনা জুডোতে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এরই শাস্তি হিসেবে ম্যাচ থেকে বহিষ্কৃত হন তিনি।

সারাহ লিওনি ম্যাচ থেকে বহিষ্কৃত হওয়ায় ফাইনালে ম্যাচের জয়ী হিসেবে নোরা জকোভাকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। আর এর ফলেই তিন মিনিটেই স্বর্ণ পদক জিতেন নোরা জকোভা।

টোকিও অলিম্পিকে এটি কসোভোর দ্বিতীয় স্বর্ণ পদক। এর আগে টোকিও অলিম্পিকে কসোভোর হয়ে স্বর্ণ জেতেন দিস্তিরা ক্রাসিনিকা। ২০১৬ সালে রিও অলিম্পিকে প্রথমবারে মত স্বর্ণ পদক জিতে কসোভো। অলিম্পিকের ইতিহাসে এটি তাদের তৃতীয় স্বর্ণ পদক।

সর্বশেষ চার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জয়ের রেকর্ড গড়ে অলিম্পিকে এসেছিলেন নোরা জকোভা। চলতি বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকে ১৩ বছর বয়সী জাপানি কন্যার চমক

অলিম্পিকে ১৩ বছর বয়সী জাপানি কন্যার চমক

অলিম্পিকে থাকছেন না শীর্ষ গলফ তারকা জন রাম

অলিম্পিকে থাকছেন না শীর্ষ গলফ তারকা জন রাম

হেন্ড জাজা, টোকিও অলিম্পিকের বিস্ময়

হেন্ড জাজা, টোকিও অলিম্পিকের বিস্ময়

অলিম্পিকে আবারও ইসরায়েলকে বয়কট

অলিম্পিকে আবারও ইসরায়েলকে বয়কট