হকিতে ভারতের কাছে হারলো আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৫ এএম, ৩০ জুলাই ২০২১
হকিতে ভারতের কাছে হারলো আর্জেন্টিনা

টোকিও অলিম্পিকে ভারতকে দুর্দান্ত ফল এনে দিলো হকি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে ভারত। এর ফলে, হকিতেও পদক পাওয়ার সম্ভাবনা বাড়লো ভারতের।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ভারতকে প্রথম লিড এনে দেন বরুণ কুমার। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারতীয়রা। মাইকো কাসেলা গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান। গোল হজম করলেও আক্রমণের ধার কমায়নি ভারত। আর এর সুফল পেতে বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি তাদেরকে।

ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন বিবেক সাগর। ম্যাচে এগিয়ে থাকা ভারতের পক্ষে তৃতীয় গোলটি করেন হরমনপ্রীত সিং। ৩-১ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা আর ম্যাচে ফিরতে পারেনি।

পুল 'এ' তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গ্রুপে দলের শেষ ম্যাচটি রয়েছে জাপানের সঙ্গে। তারপর আর একটি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত করবে রুপিন্দর পাল সিংরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ভারত।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকে তীব্র গরম, ‌‘মৃত্যুর’ দায় নিয়ে মেডভেডেভের প্রশ্ন

অলিম্পিকে তীব্র গরম, ‌‘মৃত্যুর’ দায় নিয়ে মেডভেডেভের প্রশ্ন

দীপ্তির স্বপ্নপূরণে এগিয়ে আসলেন শচীন

দীপ্তির স্বপ্নপূরণে এগিয়ে আসলেন শচীন

রেকর্ড গড়ে সাঁতারে চীনের স্বর্ণজয়

রেকর্ড গড়ে সাঁতারে চীনের স্বর্ণজয়

অলিম্পিকে হকিতে ভারতের কাছে পরাস্ত স্পেন

অলিম্পিকে হকিতে ভারতের কাছে পরাস্ত স্পেন