দীপ্তির স্বপ্নপূরণে এগিয়ে আসলেন শচীন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৯ এএম, ৩০ জুলাই ২০২১
দীপ্তির স্বপ্নপূরণে এগিয়ে আসলেন শচীন

কৃষক পরিবারের মেধাবী ছাত্রী দীপ্তির ডাক্তার হওয়ার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। দীপ্তির গ্রাম থেকে এখন পর্যন্ত কেউ ডাক্তার হননি। ১৯ বছর বয়সী দীপ্তি ভারতের রত্নগিরি জেলার ছোট্ট গ্রাম জারিয়ের বাসিন্দা। তার বাবা একজন কৃষক ও মা গৃহবধূ। ভাইকে নিয়ে চার সদস্যের পরিবার দীপ্তি।

মেধাবী দীপ্তি কৃষক পরিবারের মেয়ে। তার স্বপ্ন বিশ্বসেরা চিকিৎসক হওয়ার। তবে আর্থিক অভাবের কারণে সেই স্বপ্নে ফাটল ধরলেও শেষ পর্যন্ত দাতা হিসেবে এগিয়ে আসেন ভারতের প্রাক্তন অধিনায়ক মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার ও তার স্বেচ্ছাসেবী সংস্থা।

মেধাবী দীপ্তির ডাক্তারী পড়ার সুযোগ নিশ্চিত হওয়ার পথে আর্থিক বাধা ছাড়াও সমস্যা হয়ে দাঁড়াই লকডাউন। তার গ্রামে নেট সংযোগের অবস্থা একেবারেই ভালো নয়। এর কারণে অনলাইন ক্লাসের জন্য বাড়ি থেকে এক কিলোমিটারের বেশি দূরে গিয়ে মিলত নেটওয়ার্ক। দীপ্তি জাতীয় প্রবেশিকা পরীক্ষায় (এনইইটি) ৭২০ নম্বরের মধ্যে ৫৭৪ পেয়েছিলেন।

মেধাবী ছাত্রী দীপ্তি বলেছেন, আমি এখন আকোলার সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ছি। কঠোর পরিশ্রমের বিকল্প নেই, এ কথা মাথায় রেখেই পড়াশোনা চালিয়ে সুফলও পেয়েছি। আমি একজন বিশ্ব সেরা ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করতে চাই।

শচীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দীপ্তি বলেন, শচীন টেন্ডুলকরের স্বেচ্ছাসেবী সংস্থা আমাকে স্কলারশিপ না দিলে হয়তো ডাক্তারি পড়া আমার জন্য কঠিন হয়ে দাঁড়াতো। আমি তার নিকট কৃতজ্ঞ।

মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট করে লিখেছেন, স্বপ্নকে তাড়া করে সফল হওয়ার উদাহরণ দীপ্তি। ওর জীবন কাহিনী অনেককেই প্রেরণা দেবে প্রতিকূলতার মধ্যে এগিয়ে চলার। দীপ্তির জন্য শুভেচ্ছা রইল।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ে জয় করে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল

জিম্বাবুয়ে জয় করে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল

মিরপুরে ফ্লাড লাইটের আলোতে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

মিরপুরে ফ্লাড লাইটের আলোতে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়া সিরিজে দর্শক তো ন’ই, পরিচালকদের জন্যও আলাদা ব্যবস্থা

অস্ট্রেলিয়া সিরিজে দর্শক তো ন’ই, পরিচালকদের জন্যও আলাদা ব্যবস্থা

আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব নিয়ে খেলতে হয় : শামীম

আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব নিয়ে খেলতে হয় : শামীম