টোকিও অলিম্পিকের ১০ দিন শেষে পদক জয়ে কারা এগিয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ এএম, ০৩ আগস্ট ২০২১
টোকিও অলিম্পিকের ১০ দিন শেষে পদক জয়ে কারা এগিয়ে

টোকিও অলিম্পিকের ১০তম দিনেই জমে উঠেছে পদকের লড়াই। তবে বরাবরের মতো এবারও পদক তালিকায় শীর্ষের লড়াইয়ে আছে যুক্তরাষ্ট্র-চীন। স্বর্ণ পদক জয়ের দিক থেকে চীন শীর্ষে থাকলেও মোট পদকের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দশদিনে অলিম্পিকের পদকের দেখা পেয়েছে মোট ৮০ দেশ। তবে অলিম্পিকের আসরে ৫৭ দেশের অ্যাথলেটরা জিতেছেন স্বর্ণ পদক।

দশদিন শেষে অলিম্পিকে ২৯ স্বর্ণ, ১৭ রৌপ্য এবং ১৬ ব্রোঞ্জ পদক নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে চীন। অপরদিকে ২২ স্বর্ণ, ২৫ রৌপ্য পদক সহ মোট ৬৪ টি পদক নিয়ে টেবিলের দুই নম্বরে আছে যুক্তরাষ্ট্র।

সমান সংখ্যক ৩৩ টি পদক নিয়ে স্বর্ণের পদকের বিচারের তিন এবং চার নম্বরের যথাক্রমে অবস্থান করছে স্বাগতিক জাপান এবং অস্ট্রেলিয়া। টোকিও অলিম্পিকে রাশিয়ার উপস্থিতি না থাকলেও আছেন রাশিয়ান অ্যাথলেটরা। রাশিয়ান অলিম্পিক কমিটি (আরওসি) নামে খেলছে অলিম্পিক।

৫০ টি পদক জয় করে পদকের দিক থেকে আরওসির অবস্থান তিন নম্বরে হলেও স্বর্ণ পদকের দিক থেকে তাদের অবস্থান পাঁচ নম্বরে। এছাড়াও ছয় নম্বরে আছে ১১ টি স্বর্ণ পদক জয় করা গ্রেট বৃটেন। এ ছয় দেশ ছাড়া আর কোনো দলই এখনও ১০ এর অধিক স্বর্ণ পদক জয় করতে পারে নি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রোঞ্জ জিতেও ইতিহাসের পাতায় ভারতের সিন্ধু

ব্রোঞ্জ জিতেও ইতিহাসের পাতায় ভারতের সিন্ধু

১১৩ বছর পর অলিম্পিকের এক স্বর্ণপদকে দুই বিজয়ী

১১৩ বছর পর অলিম্পিকের এক স্বর্ণপদকে দুই বিজয়ী

টোকিও অলিম্পিক : লং জাম্পে স্বর্ণ জয় গ্রীসের

টোকিও অলিম্পিক : লং জাম্পে স্বর্ণ জয় গ্রীসের

অলিম্পিকে দ্বৈত ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়ার স্বর্ণ জয়

অলিম্পিকে দ্বৈত ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়ার স্বর্ণ জয়