আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৪ জানুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৪ জানুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন, ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

২০০৪ : সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪১ রানের ইনিংস খেলেন শচীন টেন্ডুলকার। নিজের শক্তির জায়গায় না খেলে এ ইনিংস গড়েছিলেন তিনি। এ ইনিংসে আগে ৫ ইনিংসসে মাত্র ৮২ রান করেছিলেন শচীন।

১৯৯৯ : সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৩ রানের ইনিংস খেলেন মাইকেল স্ল্যাটার।

১৯৭১ : রিচার্ড চি কুই, নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলা প্রথম চাইনিজ বংশোদ্ভুত ক্রিকেটারের অভিষেক। আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও অস্ট্রেলিয়া ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করেছেন তিনি।

১৯০৬ : টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয় লাভ করে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় তারা।

১৯৩৭ : রমন সুরেন্দ্রনাথের জন্মদিন। লং স্পেলে বোলিং করতে পারতেন এবং দুই দিকে বল সুইং করার সক্ষমতা ছিলো তার।

১৯০১ : CLR James, beyond a boundary বইয়ের লেখক। ক্রিকেটার না হওয়া সত্ত্বেও ওই সময়ে বই লিখেছিলেন তিনি।

১৮৯৮ : আর্নি জোনস, ওভার থ্রো-তে প্রতিপক্ষকে প্রথম রান দিয়েছিলেন এই দিনে।

১৯৭৫ : ইংলিশ অধিনায়ক মাইক ডেনিস অ্যাশেজের চতুর্থ টেস্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। প্রথম তিন টেস্ট খেলে ৬ ইনিংসে ৬৫ রান করেন তিনি। পঞ্চম টেস্টে ফিরেই একটি করে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি করেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :