আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৯ ফেব্রুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৯ ফেব্রুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৮০ : বোম্বেতে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল ইংল্যান্ড। এ টেস্টে প্রথম অলরাউন্ডার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি এবং ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম।

১৯৯৯ : কলকাতার ইডেন গার্ডেনে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে সাঈদ আনোয়ারের ১৮৮ রানের দারুণ ইনিংসে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

১৯৩৭ : নতুন ব্র্যাডম্যান নোর্ম ও’নেইলের জন্মদিন। এই অজি ক্রিকেটারের গড় ৪৫.৫৫ হলেও তাকে এই তকমা দেওয়া হয়েছিল।

১৯৯৫ : বিদেশের মাটিতে টেস্ট সিরিজের শুরুতেই পিছিয়ে পড়েছিল পাকিস্তান। ইনজামামের দারুন ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক সিরিজ জিতে নেয় পাকিস্তান।

১৯৮৫ : পাকিস্তানের ব্যাটার আজহার আলির জন্মদিন।

২০২২ : ২০০৪ সালের পর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

১৮৯১ : ইংলিশ স্পিনার জ্যাক হোয়াইটের জন্মদিন। 

১৯৭০ : শ্রীলঙ্কান ক্রিকেটার রুয়ান কালপাগের জন্মদিন। ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল হলেও আন্তর্জাতিক ক্রিকেটে চরমভাবে ব্যর্থ ছিলেন তিনি।

১৮৭১ : ইংলিশ ক্রিকেটার থমাস বেনেটের জন্মদিন। তাকে ক্রিকেটের প্রথম সুপার সাব বলা হয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৮ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৮ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৭ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৭ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৬ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৬ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৫ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৫ ফেব্রুয়ারি